অবশেষে জেফ্রি এপস্টিনের ফাইলের একাংশ অনলাইনে প্রকাশিত হয়েছে। মঙ্গলবার রাতে যৌন অপরাধী এপস্টিনের বিরুদ্ধে ফেডেরাল তদন্ত সম্পর্কিত নথির একাংশ প্রকাশ করেছে মার্কিন কংগ্রেসের একটি প্যানেল। হাউস ওভারসাইট কমিটি দাবি করেছে, যাতে আমেরিকার সমস্ত নাগরিক এই নথিগুলি সরাসরি দেখতে পারেন। তাই স্বচ্ছতার কথা মাথায় রেখেই অনলাইনে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এপস্টিনের যাবতীয় উড়ান সম্পর্কিত তথ্য, জেলের ভিতরের সিসিটিভি ফুটেজ, আদালতের কাগজপত্র, অডিয়ো রেকর্ডিং, ইমেল ইত্যাদি রয়েছে ৩৩,২৯৫ পাতার এই ডিজিটাল নথিতে। আমেরিকার দুই রাজনৈতিক দল রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দাবি করেছে, প্রকাশিত নথিতে নতুন তথ্য বিশেষ নেই। আমেরিকার বিচার বিভাগ এপস্টিন সম্পর্কিত অন্যান্য নথি গোপন রেখেছে কি না, তাও খোলসা নয়।
Advertisement
প্রসঙ্গত, এর আগে জুলাই মাসে বিচার বিভাগ জানিয়েছিল, সে সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ একাধিক তাবড় ব্যক্তিত্বের সঙ্গে যৌন অপরাধী এপস্টিনের যোগাযোগ থাকা সত্ত্বেও এপস্টিনের ‘গ্রাহক’দের নামের কোনও তালিকা পাওয়া যায়নি। ফলে অনলাইনে প্রকাশিত নথিতেও আলাদা করে কারও নাম উল্লেখ করা হয়নি।
Advertisement
Advertisement



