পহেলগাম কাণ্ডের পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটেছে। দুই দেশের মধ্যে এখন যুদ্ধ পরিস্থিতি। এই আবহে বাজেটে সামরিক খাতে বিপুল পরিমাণে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব আনতে চলেছে শাহবাজ সরকার। অস্ত্রশস্ত্র ক্রয়ে আড়াই লক্ষ কোটি বরাদ্দের প্রস্তাব দিতে পাক সরকার।
প্রসঙ্গত ১ জুলাই থেকে পাকিস্তানে নতুন অর্থবর্ষ শুরু হয়। জুন মাসে পাকিস্তানের বাজেট ঘোষণা হবে। এক সংবাদমাধ্যমের দাবি, আসন্ন বাজেটে প্রতিরক্ষা খাতে ১৮ শতাংশ বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করতে চলেছে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকার। এই মুহূর্তে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তান। সেই দেশে প্রতিরক্ষা খাতে চলতি অর্থবর্ষে খরচ করা হবে প্রায় আড়াই লক্ষ কোটি পাকিস্তানি টাকা।
Advertisement
২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় দু’ লক্ষ কোটি টাকা, এবং তার আগে ২০২৩-২৪ অর্থবর্ষে এক লক্ষ ৮০ হাজার কোটি পাকিস্তানি টাকা প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছিল। ২০২৩-২৪ অর্থবর্ষ থেকে বিদায়ী অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছিল ১৪.৯৮ শতাংশ। চলতি অর্থবর্ষে সেই বরাদ্দ আরও বৃদ্ধি করতে চলেছে পাক সরকার।
Advertisement
উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চাপানউতর শুরু হয়েছে। যুদ্ধ হলে কী করা উচিত, তা দুই দেশেই নাগরিকদের মহড়া দিতে বলেছে সরকার। আর সেই আবহে পাকিস্তানের জোট সরকারের প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে।
Advertisement



