• facebook
  • twitter
Wednesday, 9 July, 2025

ট্রাম্পকেই মধ্যস্থতার কৃতিত্ব পাকিস্তানের

প্রায় একই সময়ে আমেরিকার ওয়াশিংটনে ট্রাম্পের প্রশংসা শোনা যায় পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারির কণ্ঠে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

ভারত-পাক সংঘর্ষবিরতির জন্য ফের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই কৃতিত্ব দিল পাকিস্তান। শুধু তা-ই নয়, ভারতের সঙ্গে আলোচনায় বসার জন্য আমেরিকার মধ্যস্থতাও চেয়েছে ইসলামাবাদ। ভারত অবশ্য বরাবরই জানিয়ে এসেছে, দ্বিপাক্ষিক বিষয়ে তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপ চায় না তারা। পাক সংবাদমাধ্যম-এর প্রতিবেদন অনুসারে, আমেরিকার ২৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামাবাদের মার্কিন দূতাবাসে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানেই তিনি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলেছেন, উনি এক জন শান্তিকামী মানুষ। তিনি সংঘাত এবং যে কোনও ধরনের উষ্ণ কিংবা ঠান্ডা যুদ্ধের বিরুদ্ধে। ওই অনুষ্ঠানেই শাহবাজ ফের এক বার পহেলগাম কাণ্ড নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন।

প্রায় একই সময়ে আমেরিকার ওয়াশিংটনে ট্রাম্পের প্রশংসা শোনা যায় পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারির কণ্ঠে। ওয়াশিংটনে তিনি বলেছেন, যদি আমেরিকা সংঘর্ষবিরতি বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তানকে সাহায্য করতে চায়, তা হলে ভারতের সঙ্গে সবিস্তার আলোচনার উদ্যোগও তারা নেবে, এমনটা আশা করাই যায়।

এর আগে ট্রাম্প নিজে একাধিক বার দাবি করেছেন যে, তিনিই ভারত-পাকিস্তানের সাম্প্রতিক বিরোধের মীমাংসা করেছেন। এ-ও জানিয়েছেন, তাঁরই মধ্যস্থতায় ‘বাণিজ্যের মাধ্যমে’ ভারত-পাক বিরোধের অবসান ঘটেছে। তবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের একাধিক সূত্র মারফত জানা গিয়েছে, দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতির ক্ষেত্রে তৃতীয় কোনও পক্ষের হাত নেই। তবে এখনও পর্যন্ত প্রকাশ্যে এই বিষয়ে কিছু বলেনি নয়াদিল্লি। তেমনই ট্রাম্পের দাবি খারিজও করেননি সরকার বা প্রশাসনের শীর্ষস্তরের কেউ।