মালদ্বীপ থেকেও পালানোর পথে গোটাবায়া এবার লক্ষ্য সিংপুর 

মালদ্বীপেও ট্রাস্ট তিনি।এবার পালাতে তৈরী গোটাবায়ে রাজাপক্ষে। জনরোষ এড়াতে বুধবার ভোরে কলম্বো ছেড়ে পালিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে।

Written by SNS Malaysia | July 14, 2022 4:42 pm

Sri Lankan Prime Minister Mahinda Rajapaksa.(photo:Instagram)

মালদ্বীপেও ট্রাস্ট তিনি। তাই এবার পালাতে তৈরী শ্রীলংকা গোটাবায়ে রাজাপক্ষে। জনরোষ এড়াতে বুধবার ভোরে কলম্বো ছেড়ে পালিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে।

শ্রীলঙ্কার কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল, ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মলদ্বীপে গিয়ে আশ্রয় নিয়েছেন তিনি। কিন্তু সেখানেও তার পিছু ছাড়ছে না মানুষের জনরোষ।

গোটা মলদ্বীপ জুড়ে তুমুল বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন গোটাবায়ে। সূত্রের খবর, সেখানে প্রেসিডেন্টের বাসভবন ঘিরে বিক্ষোভ করছে উত্তেজিত জনতা।

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষের অবস্থান নিয়ে মলদ্বীপ সরকার গতকাল সন্ধে পর্যন্ত কিছু জানায়নি। সে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা মলদ্বীপ ন্যাশনাল পার্টির নেতা দুন্যা মামুন জানিয়েছেন, গোতাবায়া রাজাপক্ষকে আশ্রয় দেওয়ার কারণেই মলদ্বীপ জুড়ে অশান্তি ছড়িয়েছে। তুমুল বিক্ষোভ-আন্দোলন করছেন মানুষজন।

প্রেসিডেন্ট থাকাকালীন গ্রেফতারি সম্ভব নয়। এই সুযোগকেই হাতিয়ার করে স্ত্রী-পরিবার সহ শ্রীলঙ্কা ছেড়ে মলদ্বীপে পালিয়ে গেছেন গোটাবায়া রাজাপক্ষে।

প্রথমে জানা গিয়েছিল, শ্রীলঙ্কা ছেড়ে দুবাই যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। পরে মলদ্বীপে গিয়ে আত্মগোপন করেন রাজাপক্ষে।