দিল্লি, মুম্বাই,২৬ মার্চ- কয়েক হাজার কোটি টাকার ব্যাঙ্ক কেলেঙ্কারিতে অভিযুক্ত মুম্বাইয়ের হিরে ব্যবসায়ী নীরব মোদির সংগ্রহে থাকা একগুচ্ছ চিত্রকলার নিলাম ঠেকাতে আদালতের দ্বারস্থ হতে পারে তাঁর সংস্থা ক্যামলেট এন্টারপ্রাইজ। এ বিষয়ে একটি আইনি নোটিশ সম্প্রতি রাজস্ব দপ্তরে পাঠিয়েছে নীরবের ওই সংস্থা। সেখানে ছবি নিলামের উদ্যোগকে বেআইনি বলে ঘোষণা উল্লেখ করা হয়েছে।
সিবিআই-এর বিশেষ আদালতের কাছ থেকে অনুমতি পেয়ে সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নীরব মোদির সংগ্রহে থাকা ৬৮ টি চিত্রকলা নিলামে তোলার কথা ঘোষণা করে। নীরবের সংগ্রহে থাকা রাজা রবি বর্মা ও এফএন সৌজার একগুচ্ছ ছবিও রয়েছে।
Advertisement
এই সপ্তাহেই সেগুলি নিলাম করা হতে পারে বলে জানানো হয়েছে । সরকারের প্রত্যাশা এই সমস্ত চিত্রকলা বিক্রি করে ৯৭ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হবে। মুম্বাইয়ের এই হীরে ব্যবসায়ী নীরব মোদি ও তাঁর মামা মেহুল চোকসি মিলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাড়ে ১৩হাজার কোটি টাকারও বেশি জালিয়াতি করেছেন বলে অভিযোগ। সম্প্রতি ভারতের আর্জি ক্রমে প্রত্যর্পণ মামলায় লন্ডনে স্কটল্যান্ড ইয়ার্ডের হাতে গ্রেফতার হয়েছেন মোদি।
Advertisement
Advertisement



