• facebook
  • twitter
Monday, 28 July, 2025

জি-৭-এর মঞ্চে বিস্ফোরক মন্তব্য মোদীর 

'একদিকে নিজেদের ইচ্ছেমতো নিষেধাজ্ঞা জারি করা হয়, আবার সন্ত্রাসবাদী সমর্থনকারী দেশকে পুরস্কৃত করা হয়'

কানাডায় জি-৭ বৈঠকে যোগ দিয়ে ফের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে  সন্ত্রাসবাদ বিষয়ে ভারতের অবস্থানের পুনরাবৃত্তি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ার জন্য জি ৭ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।যারা সন্ত্রাসবাদের ‘প্রচার ও সমর্থন’ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন মোদী। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদ সমর্থনকারী দেশগুলোকে অবশ্যই জবাবদিহি করতে হবে।  একইসঙ্গে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক জঙ্গি হামলার কথা উল্লেখ করে মোদী এই ঘটনাকে ‘ভারত ও মানবতার উপর গুরুতর আঘাত’ বলে বর্ণনা করেছেন। 

মোদী বলেন, বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য আমাদের চিন্তাভাবনা ও নীতি স্পষ্ট হতে হবে। তিনি বলেন, কোনও দেশ সন্ত্রাসবাদকে সমর্থন করলে তার মূল্য দিতে হবে। মোদীর কথায়, ‘একদিকে আমরা নিজেদের পছন্দের ভিত্তিতে সব ধরনের নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করছি। অন্যদিকে, যেসব দেশ প্রকাশ্যে সন্ত্রাসবাদকে সমর্থন করে যাচ্ছে, তারা পুরস্কৃত হয়।’ উল্লেখ্য, বক্তব্য রাখার সময় মোদী কারও নাম উল্লেখ করেননি।তবে সাম্প্রতিক ভারত-পাক সংঘাত এবং সংঘর্ষবিরতি নিয়ে বিতর্কের আবহে তাঁর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ।