মেক্সিকোর একটি সুপারমার্কেটে বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের। আহত হয়েছেন কমপক্ষে ১১ জনের বেশি। মেক্সিকোর উত্তর-পশ্চিমে অবস্থিত হারমোসিলো শহরের ওই শপিংমলে স্থানীয় সময় শনিবার আগুন লাগে বলে খবর।
তবে কী থেকে এই বিস্ফোরণ হল, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সোনোরা প্রদেশের গভর্নর আলফনসো ডুরাজো। সে দেশের প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন।
Advertisement
শনিবার বিকেলে মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের ওয়াল্ডো স্টোরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। তার পরেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার সময় সুপারমার্কেটের ভিতর বহু মানুষ ছিল বলে খবর। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়।
Advertisement
বিস্ফোরণ জেরে হইচই পড়ে যায় এলাকাতেও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় সেই প্রদেশের রেড ক্রস এবং দমকলের বাহিনী। ঘটনায় মৃত ও আহতের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কী থেকে এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখন স্পষ্ট হয়নি। স্থানীয় প্রশাসনের তরফে দুর্ঘটনার কারণ নিয়ে রিপোর্ট তলব করেছে। তবে স্থানীয় প্রশাসন বিস্ফোরণে ‘হামলা’র তত্ত্ব নাকচ করে দিয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে ১২ জন মহিলা, ৫ জন পুরুষ, ৪ জন বালক এবং ২ জন বালিকা রয়েছে। মৃতদের পরিবারের সদস্যদের সব রকমের সাহায্যের জন্য ইতিমধ্যেই বিশেষ দলগঠনের নির্দেশ দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট। আহতদের চিকিৎসার বিষয়েও নজর রাখছে স্থানীয় প্রশাসন। ফরেন্সিক মেডিক্যাল সার্ভিসকে উদ্ধৃত করে মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস জানিয়েছেন, বিষাক্ত গ্যাসের জেরেই অধিকাংশ জনের মৃত্যু হয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম শোকপ্রকাশ করে বলেছেন, ‘হারমসিলো স্টোরে আগুনের ঘটনায় মৃতদের প্রিয়জনকে আমি সমবেদনা জানাই। সোনোরার গভর্নর আলফনসো ডুরাজোর সঙ্গে আমি যোগাযোগ রেখেছি। ক্ষতিগ্রস্তদের সব রকমের সাহায্য করা হবে।’
সোরোনার গভর্নর আলফনসো ডুরাজো সমাজমাধ্যমে লিখেছেন, ‘সোনোরার জন্য খুবই দুঃখের দিন। বিশেষ করে যাঁরা প্রিয়জনদের হারালেন। ক্ষতিগ্রস্তদের পরিবারকে সমস্ত রকম সহায়তা করবে স্টেট গভর্নমেন্ট।’
Advertisement



