• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মেক্সিকোতে বন্দুকবাজের হামলায় ১২ জনের মৃত্যু

মেক্সিকোতে বন্দুকবাজের হামলায় মৃত্যু হল কমপক্ষে ১২ জনের। আহত হয়েছেন ২০ জনেরও বেশি। মৃতদের মধ্যে একজন নাবালক।

মেক্সিকোয় বন্দুকবাজের হামলায় মৃত্যু হল ১২ জনের। আহত হয়েছেন ২০ জনেরও বেশি। মৃতদের মধ্যে একজন নাবালক। এখনও পর্যন্ত হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম এই ঘটনার কড়া নিন্দা করেছেন। তিনি বলেন, ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। শীঘ্রই হামলাকারীকে গ্রেপ্তার করা হবে। জোরদার তল্লাশি চলছে।’

পুলিশ সূত্রে খবর, বুধবার মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াটো শহরে একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। আচমকা এক যুবক ভিড়ের মধ্যে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মে মাসেও গুয়ানাজুয়াতো স্থানীয় একটি গির্জার উৎসবেও হামলা চালায় এক বন্দুকবাজ। ওই ঘটনায় মৃত্যু হয় ৭ জনের।

Advertisement

এদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যাটি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, পুলিশ আসার আগেই আততায়ী সেখান থেকে চম্পট দেন। বন্দুকবাজের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করা হয়েছে। গুলি চালানোর ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান)। তাতে দেখা যাচ্ছে, একটি আবাসনের বারান্দায় স্থানীয়েরা নাচগান করছিলেন। আচমকা গুলি চলতে থাকে। সঙ্গে সঙ্গে ভিড় ছত্রভঙ্গ হয়ে যায়। প্রাণভয়ে পালাতে থাকেন বাকিরাও।

Advertisement

Advertisement