• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মার্কিন বিশ্ববিদ্যালয়ে গণহত্যার ছক, গ্রেপ্তার ১

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, ধৃতের নাম লুকমান খান (২৫)। গত ২৪ নভেম্বর রাতে উইলমিংটন পার্কের কাছে একটি ট্রাকে বসে ছিলেন তিনি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ে গণহত্যার ছক কষার অভিযোগে পাক বংশোদ্ভূত এক যুবককে গ্রেপ্তার করল মার্কিন পুলিশ। উইলমিংটন শহর থেকেই তাঁকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, ধৃতের কাছে বিপুল পরিমাণ অস্ত্রসস্ত্র পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে একটি নোটবুকও, যেখানে বিশ্ববিদ্যালয়ে হামলার পূর্ণ পরিকল্পনা লিপিবদ্ধ ছিল বলে অভিযোগ।

পুলিশি জেরায় অভিযুক্ত জানিয়েছেন, তিনি ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণ তাঁর চেনা হওয়ায় ওই শিক্ষাঙ্গনকেই তিনি নিশানা করেছিলেন। তিনি আরও জানান, জেহাদের ‘প্রেরণায়’ প্রভাবিত হয়েই এই হামলার ছক করেছিলেন তিনি।

Advertisement

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, ধৃতের নাম লুকমান খান (২৫)। গত ২৪ নভেম্বর রাতে উইলমিংটন পার্কের কাছে একটি ট্রাকে বসে ছিলেন তিনি। ওই সময় কয়েকজন পুলিশ আধিকারিক তাঁর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। তাঁকে আটক করে তল্লাশি চালাতেই ট্রাক থেকে উদ্ধার হয় বন্দুক-সহ প্রচুর অস্ত্রসস্ত্র। পাশাপাশি নোটবুকটিও উদ্ধার করে পুলিশ। অভিযোগ, সেখানে বিশ্ববিদ্যালয়ের মানচিত্র আঁকা ছিল, কোন পথ দিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকা-বেরোনো যায়, কত দূরে থানার অবস্থান—এসব গুরুত্বপূর্ণ তথ্যও লেখা ছিল।

Advertisement

পুলিশের দাবি, জেরায় লুকমান স্বীকার করেছেন— জেহাদের প্রভাবে গণহত্যা চালিয়ে ‘বীরের মৃত্যু’ চেয়েছিলেন তিনি। তবে কে বা কারা তাঁকে এই পথে উসকানি দিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। গোটা চক্রে অন্য কারও যুক্ত থাকার সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, লুকমান ছোটবেলায় পাকিস্তান থেকে আমেরিকায় আসে এবং বর্তমানে মার্কিন নাগরিক। তবে দেশে তাঁর কোনও অপরাধমূলক অতীতের খোঁজ এখনও পায়নি পুলিশ।

Advertisement