• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

মক্কা ও মদিনায় এবার নিকাহ করা যাবে, সিদ্ধান্ত সৌদি সরকারের

মক্কা, ২৯ জানুয়ারি– কয়েকদিন আগেই সৌদিতে প্রথম মদের দোকান খোলার ছাড়পত্র দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করলেন শাসক সলমন৷ এবার আরও একধাপ এগিয়ে ইসলামদের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র মধ্য প্রাচ্যের মক্কা ও মদিনাতে বিয়ের অনুমতি দিল সৌদি সরকার৷ প্রতি বছরই হাজার-হাজার মানুষ মক্কা ও মদিনায় হজ করতে যান৷ সম্প্রতি সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রকের তরফে সরকারের

মক্কা, ২৯ জানুয়ারি– কয়েকদিন আগেই সৌদিতে প্রথম মদের দোকান খোলার ছাড়পত্র দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করলেন শাসক সলমন৷ এবার আরও একধাপ এগিয়ে ইসলামদের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র মধ্য প্রাচ্যের মক্কা ও মদিনাতে বিয়ের অনুমতি দিল সৌদি সরকার৷ প্রতি বছরই হাজার-হাজার মানুষ মক্কা ও মদিনায় হজ করতে যান৷ সম্প্রতি সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রকের তরফে সরকারের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে৷
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মক্কা ও মদিনা ইসলামদের অন্যতম তীর্থক্ষেত্র হলেও এতদিন এই দুই স্থানের মসজিদে বিয়ের অনুমতি ছিল না৷ তীর্থযাত্রী এবং দর্শনার্থীদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতেই এবার মক্কা ও মদিনায় নিকাহ অথবা বিয়ে করার অনুমতি দিল সৌদি সরকার৷ সৌদি সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা৷ তাঁদের মতে, এটা সঙ্গীদের পবিত্র স্থানে নিয়ে আসার একটি বড় সুযোগ৷
সৌদির বিয়ে পরিচালনার এক কর্মকর্তা মুসাদ আল-জাবরি জানান, নবী মহম্মদ মসজিদে একজনের বিয়ে দিয়েছিলেন৷ এছাড়া মসজিদে স্থানীয়দের বিয়ে হওয়ার রীতি প্রচলিত রয়েছে৷ অনেকেই পবিত্র স্থানে বিয়ে করতে চান৷ তাঁদের মতে, মসজিদে বিয়ে হলে আল্লাহর আশীর্বাদ পাওয়া যায়৷ তবে মক্কার কাবা ও মদিনার নববী মসজিদে বিয়ের অনুমতি দেওয়া হলেও কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে৷ যেমন, কোনরকম খাবার আনা যাবে না৷ শব্দদূষণের পরিবেশ যেন না হয়৷