• facebook
  • twitter
Wednesday, 26 March, 2025

আটক প্রয়াত সাহিত্যিকের স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ

পুড়ে ছাই মুজিবের বাড়ি

ফাইল চিত্র

বৃহস্পতিবার প্রয়াত সাহিত্যিক হুমায়ন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ধানমন্ডি থেকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। আপাতত তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

সংবাদমাধ্যমে এই ঘটনা স্বীকার করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। এ বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ‘তিনি রাষ্ট্রীয় ষড়যন্ত্র করছিলেন।’

জানা গিয়েছে, গত আগস্ট মাস থেকেই সরকারের কর্মকান্ডে সরব হয়েছেন শাওন। বিভিন্ন সময়ে সমাজমাধ্যমের পাতায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। শাওন গত ১৮ ঘণ্টা আগে নিজের সামাজিক মাধ্যমে ‘ডিফেন্স পাকিস্তান’ নামের একটি এক্স হ্যান্ডলের পোস্ট শেয়ার করেন। একই ভাবে গত ৩ দিন আগেও বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন এই অভিনেত্রী। সেজন্য তাঁকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আটক করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

প্রসঙ্গত বুধবার রাতে বাংলাদেশের মানুষের উদ্দেশে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন বলে জানান হাসিনা। আওয়ামী লীগ এবং ছাত্র লীগের তরফে তার প্রচার করা হলে হাসিনা-বিরোধীরা ক্ষুব্ধ হন। রাতেই তাঁরা ধানমন্ডিতে মুজিবের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। হাসিনার ভাষণ শুরু হওয়ার আগেই ক্রেন নিয়ে গুঁড়িয়ে দেওয়ার হয় ধানমন্ডি ৩২।