• facebook
  • twitter
Saturday, 19 July, 2025

ডেমোক্র্যাট দম্পতিকে খুনের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত

আমেরিকায় ডেমোক্র্যাট দম্পতিকে গুলি করে খুনের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম ভ্যান্স বোয়েলটার।

আমেরিকায় ডেমোক্র্যাট দম্পতিকে গুলি করে খুনের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম ভ্যান্স বোয়েলটার। তাঁর বয়স ৫৭। স্থানীয় সময় রবিবার রাতে তাঁকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে। মিনিয়েপলিসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত সিবলি কাউন্টির একটি গ্রামীণ এলাকা থেকে তাঁকে পাকড়াও করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বোয়েলটার একাই এই কাজ করেছেন। তাঁর বিরুদ্ধে দ্বিতীয়-ডিগ্রি খুন এবং খুনের চেষ্টার দু’টি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।

মিনিয়েপলিসের কাছে ব্রুকলিং পার্কে থাকতেন ডেমোক্র্যাট নেতা মেলিসা হর্টম্যান এবং তাঁর স্বামী। মেলিসা হর্টম্যান মিনেসোটার প্রাক্তন স্পিকার। শনিবার সকালে মেলিসার বাড়িতে ঢুকে তাঁকে এবং তাঁর স্বামীকে খুব কাছ থেকে গুলি করে হামলাকারী। সূত্রের খবর, পুলিশ সেজে বাড়িতে ঢুকে হামলা চালায় আততায়ী। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। ঠিক একই কায়দায় হামলা চালানো হয় মার্কিন সেনেটের সদস্য হফম্যানের উপর। তবে কোনও রকমে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। তাঁর স্ত্রী ইভেটকেও গুলি করা হয়। জোড়া হামলার পর নড়েচড়ে বসে পুলিশ-প্রশাসন। আততায়ীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করে পুলিশ।

মিনেসোটার গভর্নর টিম ওয়াল্‌জ জানিয়েছিলেন, এই হামলা পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। হামলাকারীর গাড়িতে একটি তালিকা পাওয়া গিয়েছিল। সেই তালিকায় ৭০ জনের নাম রয়েছে। তাঁদের মধ্যে বেশিরভাগই ডেমোক্র্যাট নেতা। এই ঘটনার পরেই কড়া হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের হিংসার ঘটনা কোনও মতেই সহ্য করা হবে না বলে জানিয়েছেন তিনি। জোড়া হামলার পরেই আততায়ীদের খোঁজে শুরু হয় চিরুনি তল্লাশি। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত ভ্যান্স বোয়েলটার।