জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আপিলের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। আপিল গ্রহণের পর তার জরিমানা স্থগিতের আদেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে খালেদা জিয়ার জামিনের আবেদনের শুনানি আগামী রবিবার (২৫ ফেব্রুয়ারি)পর্যন্ত মুলতবি করা হয়েছে। খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য ব্যরিস্টার রাগীব রউফ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
যদিও আদালতের আদেশের পরপরই ব্যারিস্টার চৌধুরী জানিয়েছেন, খালেদা জিয়ার সাজা ও জরিমানা স্থগিত করেছে আদালত। কিন্তু পরর্তীতে অ্যাডভোকেট সাগির হোসেন লিয়ন আদালতের লিখিত আদেশ দেখে জানান, প্রথমে আমরা ভেবেছিলাম সাজা স্থগিত করা হয়েছে।
কিন্তু লিখিত আদেশে দেখলাম সাজা স্থগিত করা হয়নি, শুধুমাত্র জরিমানা স্থগিত করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সাহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে জরিমানা স্থগিত ও জামিনের আবেদনের শুনানি সংক্রান্ত এই আদেশ দেওয়া হয়।
Advertisement
Advertisement



