• facebook
  • twitter
Wednesday, 31 December, 2025

খালেদার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় জয়শংকর

স্বাগত জানালেন বাংলাদেশের বিদেশ সচিব

মঙ্গলবার প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সকালে ঢাকায় পৌঁছলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ভারতীয় সময় সকাল ১১টা বেজে ৩০ মিনিটে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে বাংলাদেশের বিমানঘাঁটি বাশারে নামেন জয়শংকর। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ঢাকার বিদেশ মন্ত্রকের সচিব এম ফারহাদ হোসেন।

ভোটমুখী বাংলাদেশে জয়শংকরের যাত্রাকে কূটনৈতিক ভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সাম্প্রতিক বাংলাদেশে যেভাবে হিন্দুহত্যা তথা সংখ্যালঘু নির্যাতন চলছে সে ক্ষেত্রে জয়শংকরের বাংলাদেশ সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement

ভারতের প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় জয়শংকরের যোগ দেওয়া উভয় ঘটনাই দিল্লির কূটনৈতিক প্রক্রিয়া বলে মনে করছে বিশ্লেষকরা। পাশাপাশি আগামী ফেব্রুয়ারির নির্বাচনের দিকেও তাকিয়ে আছে দিল্লি। মৌলবাদী জামাতের দৌরাত্ম্য কমাতে এই মুহূর্তে বিএনপিই ভরসা বলে মনে করা হচ্ছে।

Advertisement

Advertisement