যত সময় যাচ্ছে, ইরান এবং ইজরায়েলের মধ্যে সংঘাত ততই তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পর্যন্ত সমস্ত ফ্লাইট বাতিল করল ইজরায়েলের বিমান সংস্থা এল অল এয়ারলাইন্স। একই সঙ্গে ওই বিমান সংস্থাটি ২৩ জুন পর্যন্ত বেশ কয়েকটি ইউরোপীয় গন্তব্যে ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়েছে।
এল অল এয়ারলাইন্সের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখার পর এবং সংশ্লিষ্ট নিরাপত্তা ও পরিবহন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে, এল অল এবং সুন্দর ফ্লাইটের যাবতীয় উড়ান বৃহস্পতিবার পর্যন্ত বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই ধীরে ধীরে তাদের নিয়মিত ফ্লাইট সময়সূচি পুনরায় চালু করা হবে।
প্রসঙ্গত, ইজরায়েল এবং গাজার মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পরে বিভিন্ন সংস্থা তেল আভিভে বিমান চালনা বন্ধ করেছে। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে একমাত্র এল অল সংস্থাই তেল আভিভ থেকে বিমান পরিচালনা করে। অন্যদিকে, মিশর এবং জর্ডনের সীমান্ত খোলা থাকা সত্ত্বেও ইজরায়েল ভ্রমণের বিরুদ্ধে সতর্ক করেছে সেই দেশের জাতীয় নিরাপত্তা পরিষদ।