ইজরায়েলের প্রতিশোধের আগুনে ধ্বংস হামসের ৪০টি ডেরা

Written by SNS April 17, 2024 5:48 pm

তেল আভিভ, ১৭ এপ্রিল– বুধবার সকাল থেকেই চলছে লাগাতার বোমাবর্ষণ৷ যাতে বিধ্বস্ত ইজরায়েলি সেনার ঘাঁটির কাছে তৈরি হওয়া হামাস স্কোয়াডের ড্রোন হামলাস্থল৷
নানা মহলে শোনা যাচ্ছে, প্রতিশোধ নিতে তৎপর হয়ে উঠেছে তেল আভিভও৷ কিন্ত্ত এর মাঝেও গাজায় আগুন ঝরানো বন্ধ করেনি ইজরায়েলি ফৌজ৷ হামাস নিধনে নিজেদের লক্ষ্যে অবিচল তারা৷ মধ্য গাজায় হামাসের ৪০টি ডেরা নিশানা করে হামলা চালিয়েছে ইজরায়েল৷ খতম করে দেওয়া হয়েছে বেশ কিছু জঙ্গিকে৷
যতই ইরানের চোখ রাঙানির জবাব দিতে প্রস্তুতি নিক ইজরায়েল, গাজায় আক্রমণের ঝাঁজ কিন্ত্ত কমায়নি তারা৷ খুঁজে খুঁজে নিশানা করা হচ্ছে হামাসের ঘাঁটিগুলোকে৷ এএনআই সূত্রে খবর, ইজরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে, বুধবার সকালে গাজায় প্যালেস্টাইনের জঙ্গি সংগঠনটির উপর আঘাত হানা হয়েছে৷ জানা গিয়েছে, হামাসের বিরুদ্ধে ৪০টি ডেরা টার্গেট করে হামলা চালিয়েছে ইজরায়েলি ফৌজ৷ হামাস জঙ্গিদের রকেট লঞ্চারগুলোকে ধ্বংস করে দিয়েছে ইজরায়েলের বিমানবাহিনী৷ এখান থেকেই জেহাদিরা ইজরায়েলে রকেট ছোড়ার ছক কষত৷ মাটির নিচের ডেরাগুলোতেও অগ্নিবর্ষণ করা হয়েছে৷ এই হামলায় নিকেশ হয়েছে বেশ কয়েকজন হামাস জঙ্গি৷ সব মিলিয়ে এদিন সব দিক দিয়ে গাজায় শক্তিশালী আক্রমণ শানিয়েছে তেল আভিভ৷
চলেছে ইজরায়েলের ওয়ার ক্যাবিনেট৷ ইতিমধ্যেই নেতানিয়াহুর মন্ত্রীরা বলতে শুরু করেছেন, যদি ইরানের হামলার কোনও জবাব না দেওয়া হয় তাহলে তা দুর্বলতা হিসেবেই চিহ্নিত করবে ‘শত্রু’ দেশটি৷ যদিও কখন ও কীভাবে প্রত্যাঘাত হানবে ইজরায়েল তা এখনও স্পষ্ট নয়৷ তবে সমর বিশেষজ্ঞদের আশঙ্কা, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোয় আকাশপথে হামলা চালাতে পারে ইজরায়েল৷ এছাড়াও সম্ভাবনা রয়েছে ইরানের বিরুদ্ধে সাইবার হামলার পথেও যেতে পারে তেল আভিভ৷ পাশাপাশি আর একটা সম্ভাবনাও রয়েছে৷ ইরানে সরাসরি হামলা না করে ছায়াসঙ্গী অর্থাৎ লেবাননের হেজবোলা ও ইয়েমেনের হাউথি গোষ্ঠীর ঘাঁটিতে হানা দিয়ে তেহেরানকে জবাব দিতে পারে ইজরায়েল৷ এই সম্ভাবনাও যথেষ্ট জোরালো বলে মত বিশেষজ্ঞদের৷ এর পাশাপাশি গাজায় হামলা অব্যাহত রেখে হামাসের উপরে আক্রমণের ঝাঁজ আরও বাড়াতে পারে তেল আভিভ৷
বলে রাখা ভালো, গত ৭ অক্টোবর ইজরায়েলে বেনজির হামলা চালায় হামাস৷ যার বদলা নিতে গত ছয় মাস ধরে গোটা গাজা ভূখণ্ড গুঁড়িয়ে দিচ্ছে তেল আভিভ৷ ইতিমধ্যেই গাজায় মৃতের সংখ্যা ৩৩ হাজার পেরিয়ে গিয়েছে৷ সৌদি আরব, মিশর, জর্ডন, কাতার এই দেশগুলো বহুবার প্যালেস্তিনীয়দের মৃতু্য নিয়ে ইজরায়েলর বিরুদ্ধে সরব হয়েছে৷ কিন্ত্ত এই ছয় মাসে ইহুদি দেশটির বিরুদ্ধে সেভাবে কোনও পদক্ষেপ করেনি তারা৷