• facebook
  • twitter
Wednesday, 18 September, 2024

শ্রীলঙ্কায় বিস্ফোরণের দায় স্বীকার করল আইসিস

শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের দু'দিনের মাথায় দায় স্বীকার করলো জঙ্গি গাোষ্ঠী ইসলামিক স্টেট (আইসিস)। তবে জঙ্গি সংগঠনের তরফ থেকে হামলার কোনও প্রমাণ দেওয়া হয়নি। এখনও পর্যন্ত জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ৩২১ জনের। আহত হয়েছে প্রায় ৫০০ জন।

কলম্বোতে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় নিহতদের জন্য হোটেলের স্টাফ সদস্যরা একটি নীরব শ্রদ্ধা নিবেদন করছে (Photo: Xinhua/Lin Hao/IANS)

শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের দু’দিনের মাথায় দায় স্বীকার করলো জঙ্গি গাোষ্ঠী ইসলামিক স্টেট (আইসিস)। তবে জঙ্গি সংগঠনের তরফ থেকে হামলার কোনও প্রমাণ দেওয়া হয়নি। এখনও পর্যন্ত জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ৩২১ জনের। আহত হয়েছে প্রায় ৫০০ জন।

শ্রীলঙ্কায় প্রতিরক্ষা মন্ত্রী (জুনিয়র) রুয়ান বিরজেবারদেনে জানিয়েছেন, ‘মাস খানেক আগে নিউজিল্যান্ডের একটি মসজিদে জঙ্গি হামলা হয়। সেই হামলার পাল্টা হামলা শ্রীলঙ্কার গির্জায় হয়েছে বলে মনে করছেন গাোয়েন্দারা।’

শ্রীলঙ্কার হামলার পিছনে বিদেশি শক্তির যাোগ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রণিল বিক্রমসিংঘে। সংসদে বিবৃতি দেওয়ার সময় প্রধানমন্ত্রী এই দাবি করেছিলেন। এদিন আইসিসের তরফ থেকে হামলার দায় সরাসরি স্বীকার করা হল।

রবিবার ইস্টার উপলক্ষে গির্জাগুলিতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। শ্রীলঙ্কায় যে গির্জায় প্রথম বিসোফারণ হয় সেখানে দেখা গেছে পরনে জিনস ও শার্ট পরে কাঁধে একটা রুকস্যাক নিয়ে ঢুকছেন এক যুবক বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাটি বিস্ফোরণের কয়েক মুহুর্তের আগের ঘটনা। তারপরই শুরু হয় ভয়াবহ বিস্ফোরণ।

মঙ্গলবার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে এসেছে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছেন, শ্রীলঙ্কার একটি টিভি চ্যানেলে ফুটেজটি দেখান হচ্ছে।