• facebook
  • twitter
Tuesday, 15 July, 2025

পাঠ্যবই থেকে বাদ ইন্দিরা-মুজিবের ছবি

বাংলাদেশের ইতিহাসে

ফাইল চিত্র

শেখ মুজিবুর রহমানের সঙ্গে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ঐতিহাসিক দুইটি ছবি মুছে ফেলা হল পাঠ্যপুস্তক থেকে। পাঠ্যক্রমে খর্ব করা হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা। এমনকি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকাও কমিয়ে দেখানো হয়েছে। ২০২২-২৩ সালের পাঠ্যক্রম বাতিল করে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য স্কুলের পাঠ্যপুস্তকে বদল আনছে মুহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড তথা এনসিবিটি পাঠ্যক্রমে এই পরিবর্তনের কথা জানিয়েছে। এনসিবিটি-র দাবি, এর মধ্যে দিয়ে দেশের ইতিহাসকে নতুনভাবে পড়ুয়াদের কাছে তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত, এর আগেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গও পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান অনস্বীকার্য। কিন্তু ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ দুইটি ছবি বাদ দেওয়া হয়েছে নতুন পাঠ্যপুস্তক থেকে। মুছে ফেলা হয়েছে শেখ মুজিবুরের সঙ্গে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১৯৭২ সালের দুইটি ছবি। ১৯৭২ এর ৬ ফেব্রুয়ারি কলকাতার এক সমাবেশে যৌথ ভাষণ দিয়েছিলেন ইন্দিরা এবং মুজিবুর। সেই ছবি বাদ দেওয়া হয়েছে নতুন পাঠ্যপুস্তক থেকে। বাদ দেওয়া হয়েছে ১৯৭২ সালের ১৭ মার্চ ঢাকায় ইন্দিরাকে মুজিবুরের স্বাগত জানানোর ছবিও।

বাংলাদেশের নতুন পাঠ্যক্রমে আগে পাঠ্যপুস্তকের পিছনের পাতায় পড়ুয়াদের প্রতি হাসিনার বার্তা থাকত। নতুন পাঠ্যপুস্তকগুলিতে তার বদলে জায়গা পেয়েছে ২০২৪ সালের জুলাই বিপ্লবের সময়ের দেওয়ালচিত্র।

বাংলাদেশের ইতিহাসে মুজিবুর রহমানের প্রসঙ্গ পাঠ্যবিষয়ে কমানো হয়েছে। হ্রাস করা হয়েছে তাঁর ভূমিকাও। মুক্তিযুদ্ধে তাঁর নেতৃত্ব দেওয়ার অধ্যায়গুলি নতুন করে লেখা হয়েছে। কিছু ক্ষেত্রে আবার স্বাধীনতা আন্দোলনে অন্যান্য নেতা-নেত্রীর প্রসঙ্গ সংযোজিত হয়েছে। বাংলাদেশে নতুন সরকার ক্ষমতায় আসার পরই বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা হয়। স্কুলের পাঠ্যক্রম পরিবর্তনের জন্য বাংলাদেশের শিক্ষামন্ত্রক ৫৭ জন বিশেষজ্ঞের কমিটি গঠন করেছিল। ওই কমিটির সুপারিশ অনুযায়ী পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তকে বহু ক্ষেত্রে বদল করা হয়েছে। বাতিল করা হয়েছে ২০২২-২৩ সালের পাঠ্যপুস্তকও।