রাশিয়াকে পাশে থাকার বার্তা মোদির, মৃতু্য বেড়ে ৯৩

Written by SNS March 23, 2024 6:05 pm

মস্কো, ২৩ মার্চ– মস্কো কনসার্টে হামলায় মৃতু্যমিছিল বেড়ে দাঁড়াল ৯৩৷ আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫৷ রাশিয়া পুলিশের তরফে জানানো হয়েছে, হামলাকারী ৪জন সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে৷ হামলার দায় স্বীকার করে নিয়েছে আইসিস-কে৷ এই হামলার ঘটনায় বন্ধু রাশিয়ার পাশে দাঁড়িয়েছে ভারত৷ সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বন্ধু দেশের পাশে থাকার বার্তা দিয়ে শনিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী৷ লেখেন, ‘মস্কোর বুকে এই ঘৃণ্য সন্ত্রাসবাদ হামলার তীব্র নিন্দা করছি আমরা৷ ভুক্তভোগীদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল৷ রাশিয়ার সরকার ও রুশ জনগণের এই শোকের সময়ে ভারত পাশে থাকবে৷ আমরা সহমর্মী৷’ অন্যদিকে, এই হামলার নিন্দা করেছে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, স্পেন, ইটালি৷ আমেরিকার তরফেও এই হামলার তীব্র নিন্দা করা হয়েছে৷ এই হামলাকে ‘নিকৃষ্ট ও কাপুরুষোচিত’ বলেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ৷
শুক্রবার মস্কোর ক্রোকাস সিটি হলে কনসার্ট চলাকালীন হামলা চালায় অভিযুক্তরা৷ নির্বিচারে গুলি চালায় আততায়ীরা৷ এরপর কনসার্ট হলের ভিতরে বোমাবাজিও করা হয়৷ ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করে নিয়েছে আইসিস৷ তারা জানিয়েছে, মস্কোর বাইরে একটি বড় জমায়েতে হামলা চালানো হয়েছে৷ হামলার পর তারা সুরক্ষিতভাবে বেস বা ঘাঁটিতে ফিরে এসেছে৷