রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে তুলোধনা করলেন ভারতীয় কূটনীতিক ভাবিকা মঙ্গলানন্দন। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বিতর্কপর্ব চলাকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রীর জম্মু-কাশ্মীর নিয়ে মন্তব্যের জেরে তাঁকে এক হাত নেন ভাবিকা। তিনি বলেন, বিশ্বজুড়ে জঙ্গি হামলার ঘটনা ঘটছে৷ ভারতও এই জঙ্গি হামলার সম্মুখীন হচ্ছে৷ এই অবস্থায় ভারত চুপ করে বসে থাকবে না৷ পাকিস্তানকে ‘জঙ্গিপ্রবণ, কালো টাকা ও মাদক পাচারের স্বর্গরাজ্য’ বলেও উল্লেখ করেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি ভাবিকা মঙ্গলানন্দন।
রাষ্ট্রসংঘের সাধারণ সভায় উপস্থিত আন্তর্জাতিক দেশগুলির উপস্থিতিতে এই ভাষাতেই পাকিস্তানকে জবাব দেন ভাবিকা৷ তিনি বলেন, ‘বিশ্বজুড়ে কত সন্ত্রাসবাদী ঘটনায় পাকিস্তানে ছাপ রয়েছে। সত্যি এটাই যে, পাকিস্তান আমাদের এলাকা দখল করে রয়েছে৷ জম্মু-কাশ্মীরের নির্বাচনে ঝামেলা সৃষ্টির জন্য ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ জম্মু-কাশ্মীর অখণ্ড ভারতের অবিচ্ছেদ্য অংশ৷ বিষয়টি কৌশলে নিয়ন্ত্রণ করার জন্য কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল৷কিন্তু সন্ত্রাসবাদের সঙ্গে কোনও আপস নয়।’
পাকিস্তানের কূটনীতিক জবাবে জানায়, ভারতের এই অভিযোগ ভিত্তিহীন, বিভ্রান্তিকর৷ অন্যদিকে ভারতের প্রতিনিধির স্পষ্ট জবাব সীমান্তে সন্ত্রাসবাদী কাজকর্ম চললে তার ফল পেতেই হবে।