ফল ঘোষণার আগেই ১২টি মামলায় জামিন ইমরানের 

Written by SNS February 10, 2024 5:10 pm

ইসলামাবাদ, ১০ ফেব্রুয়ারি–  টানটান উত্তেজনা পাকিস্তানের রাজনীতিতে৷ বৃহস্পতিবার নির্বাচনের আগেই গোটা দেশের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়৷ যা খোলা হয়নি শুক্রবার ভোট গণনার পরও৷ যে কারণে ভোট ফল কি হচ্ছে জানতে পারেনি কেউ৷  জেলবন্দি ইমরানও অভিযোগ করেন, তার জয় আটকাতেই নেট বন্ধের সিদ্ধান্ত৷ ভোটের পর থেকেই ইমরান খান ও তাঁর দল দাবি করে আসছিল তারাই এবার এগিয়ে৷ জয়ের পথেই তারা৷ তবে জয় কতদূর বলা না গেলেও ইমরানের জন্য শনিবার সুখবর এল আদালত তরফে৷ ফল প্রকাশের আগেই বড় খবর৷ ১২টি মামলায় জামিন পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান৷

 

জানা গিয়েছে, পাকিস্তানের অ্যান্টি-টেররিজম কোর্টের তরফে ইমরান খান ও প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ১২টি মামলায় জামিন দেওয়া হয়৷ গত বছরের মে মাসে পাকিস্তানের সামরিক ঘাঁটিতে হামলা সংক্রান্ত মামলাতেই জামিন পেয়েছেন ইমরান৷ একই মামলায় জামিন পেয়েছেন প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও৷

গত বছরের ৯ মে পাকিস্তানের একাধিক সেনাঘাঁটিতে হামলা চালানোর অভিযোগে ইমরান খান ও পিটিআইয়ের নেতাদের বিরুদ্ধে৷ ইসলামাবাদ থেকে ইমরান খানকে গ্রেফতার করে প্যারামিলিটারি রেঞ্জার্স৷ এই ঘটনাকে কেন্দ্র করেই রাওয়ালপিন্ডিতে সেনার সদর দফতর সহ প্রায় ২০টি সামরিক ঘাঁটিতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছিল৷ লাহোরের কর্পস কম্যান্ডারের বাডি়, শাদমান পুলিশ স্টেশনেও হামলা হয়৷ শতাধিক পিটিআই কর্মী-সমর্থককে গ্রেফতার করা হয়৷ ওই মামলাতেই অভিযুক্ত ছিলেন ইমরান৷