• facebook
  • twitter
Monday, 14 July, 2025

পাকিস্তান সরকারের সামনে নয়া হুমকি ‘আইআইপি’

পাকিস্তানে টিটিপি এখন একটি কেন্দ্রীয় শক্তিতে পরিণত হচ্ছে। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবান সরকার টিটিপিকে প্রশ্রয় দিচ্ছে।

ফাইল চিত্র

পাকিস্তানে ক্রমশই বেড়ে চলেছে সন্ত্রাসবাদী হামলা, বাড়ছে অস্থিরতাও। গত ৪৮ ঘণ্টায় ৫৭ টিরও বেশি হামলার খবর পাওয়া গিয়েছে। প্রায় প্রতিটির ক্ষেত্রেই দায় স্বীকার করেছে কোনও না কোনও বিচ্ছিন্নতাবাদী সংগঠন। পাকিস্তানে হামলার নেপথ্যে রয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি, তেহরিক-এ-তালিবান পাকিস্তান। এরপর পাকিস্তানের উদ্বেগ বৃদ্ধি করছে এক নতুন জঙ্গি সংগঠন। নাম দেওয়া হয়েছে ‘হরকত ইনকিলাব ইসলামি পাকিস্তান তথা আইআইপি। সম্প্রতি একটি ভিডিওতে আইআইপি তাদের সংগঠনের কথা ঘোষণা করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। উর্দু এবং পশতো উভয় ভাষাতেই আইআইপি তাদের ভিডিও প্রকাশ করে। আইআইপি পাকিস্তানকেই তাদের জন্ম এবং কর্মস্থান হিসাবে ঘোষণা করেছে।

আইআইপি নামের এই নতুন সংগঠন ঘোষণা করেছে, পাকিস্তান থেকেই এই সংগঠন পরিচালনা করা হবে। শুধু তা-ই নয়, সরাসরি পাক সেনার বিরুদ্ধে তারা নামতে চলেছে, এই হুঁশিয়ারি দিয়ে জঙ্গি সংগঠনটি জানিয়েছে, পাক সেনাই তাদের মূল নিশানা। আইআইপি-র দাবি, পাকিস্তানে শরিয়তি আইন এবং কট্টর ইসলামিক পন্থা চালু করা হবে। গাজী শাহবুদ্দিনকে নতুন এই জঙ্গি সংগঠনের প্রধান মুখ হিসেবে গণ্য করা হয়েছে।

গাজীর দাবি, তাঁদের সদস্যদের কাছে অত্যাধুনিক অস্ত্র রয়েছে। সদস্যরা প্রত্যেকে প্রশিক্ষণপ্রাপ্ত। তবে নিজেদের লক্ষ্যপূরণের জন্য পাকিস্তানের অন্য জঙ্গি সংগঠনগুলির সঙ্গেও হাত মেলাতে প্রস্তুত তাঁরা। মনে করা হচ্ছে, অন্য জঙ্গি সংগঠনগুলির সঙ্গে আইআইপি হাত মেলালে পাকিস্তানের বিপদ আরও বাড়বে। ফলে আইআইপি-এর কার্যকলাপ নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে।

পাকিস্তানে টিটিপি এখন একটি কেন্দ্রীয় শক্তিতে পরিণত হচ্ছে। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবান সরকার টিটিপিকে প্রশ্রয় দিচ্ছে। অনেক ক্ষেত্রে তাদের সাহায্য করছে। এই ইস্যুতে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপও চেয়েছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, টিটিপি-র বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৬ হাজারে পৌঁছেছে। সবথেকে উদ্বেগের বিষয় হল, টিটিপি এখন আল কায়েদা, বিএলএ, ও অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর সঙ্গেও জোট করছে, যা গোটা দেশের নিরাপত্তার ক্ষেত্রে ভয়াবহ হয়ে দাঁড়াচ্ছে বলে পাকিস্তানের দাবি।

এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ জঙ্গি সংগঠনগুলোকে সামলাতে যখন হিমশিম খাচ্ছে পাকিস্তান. সেই সময় আরও এক জঙ্গি সংগঠন আইআইপি-র আত্মপ্রকাশ পাক সরকারের উদ্বেগ আরও বাড়িয়ে তুলবে তা বলাই বাহুল্য।