ভারতে ওডিআই বিশ্বকাপে বাবর আজমদের খেলতে অনুমতি দিল পাকিস্তান সরকার।

Written by SNS August 17, 2023 11:25 am

ভারত:- ভারতে ওডিআই বিশ্বকাপে বাবর আজমদের খেলতে অনুমতি দিল পাকিস্তান সরকার। বিসিসিআই দৃঢ় মনোভাব বজায় রেখে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি। বিসিসিআই-এর আপত্তিতেই পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের সব ম্যাচ হচ্ছে না। সূত্রের খবর,  প্রথমে বলা হয়েছিল, বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠানো হবে না। তারপর দাবি করা হয়, এশিয়া কাপের মতোই হাইব্রিড মডেলে ওডিআই বিশ্বকাপ আয়োজন করতে হবে। শেষপর্যন্ত কোনও কৌশলই কাজে লাগল না রবিবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে পিসিবি-কে ওডিআই বিশ্বকাপে ভারতে দল পাঠানোর অনুমতি দেওয়া হল। তবে একইসঙ্গে ভারতে নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
সূত্রের খবর, পাকিস্তানের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, পাকিস্তান বরাবরই বলে এসেছে, রাজনীতির সঙ্গে খেলাকে গুলিয়ে ফেলা উচিত নয়। সেই কারণেই পাকিস্তান সরকার ভারতে ওডিআই বিশ্বকাপে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কিছুদিন আগে ওডিআই বিশ্বকাপে দল পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি গঠন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এই কমিটিতে রাখা হয় বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো, ক্রীড়ামন্ত্রী আহসান মাজারি, মরিয়ম ঔরঙ্গাজেব. আসাদ মাহমুদ, আমিন উল-হক, কামার জামান কৈরা ও প্রাক্তন কূটনীতিবিদ তারিক ফতমিকে। তখন জানানো হয়, ওডিআই বিশ্বকাপে দল পাঠানো হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতে দল পাঠানো হবে। যে শহরগুলিতে পাকিস্তানের ম্যাচ দেওয়া হয়েছে, সেখানে প্রতিনিধি পাঠিয়ে স্টেডিয়াম-সহ যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখে তারপর বিশ্বকাপে দল পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু রবিবার ভারতে প্রতিনিধি দল পাঠানোর কথা বলা হয়নি। পিসিবি সূত্রে খবর, গত বৃহস্পতিবার এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকেই ওডিআই বিশ্বকাপে দল পাঠানোর অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসি-কে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। তবে ভারতে দল পাঠালেও, বিসিসিআই-কে চাপে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে পিসিবি।