• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কোরান পোড়ানোর অভিযোগে পাকিস্তানে গ্রেফতার হিন্দু ব্যক্তি

ইসলামাবাদ, ২৩ আগস্ট— কোরান পুড়িয়ে দেওয়ার অভিযোগে এক হিন্দু ব্যক্তিকে গ্রেফতার করা হল পাকিস্তানের হায়দরাবাদ থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ দায়ের করেছে একটি মৌলবাদী সংগঠন। কোরান পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই দাবি তুলে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ি ঘেরাও করে মৌলবাদী সংগঠনের সদস্যরা। তারপরেই গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। জানা গিয়েছে,

burning quran

ইসলামাবাদ, ২৩ আগস্ট— কোরান পুড়িয়ে দেওয়ার অভিযোগে এক হিন্দু ব্যক্তিকে গ্রেফতার করা হল পাকিস্তানের হায়দরাবাদ থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ দায়ের করেছে একটি মৌলবাদী সংগঠন। কোরান পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই দাবি তুলে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ি ঘেরাও করে মৌলবাদী সংগঠনের সদস্যরা। তারপরেই গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।

জানা গিয়েছে, গ্রেফতার হওয়া হিন্দু যুবকের নাম অশোক কুমার। তিনি পেশায় সাফাইকর্মী। গত শুক্রবার অভিযোগ ওঠে, ইসলাম ধর্মগ্রন্থের পাতা পুড়িয়ে দিয়েছেন তিনি। সেই মর্মে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে মৌলবাদী সংগঠন তেহরিক-ই-লব্বাইক পাকিস্তান। জানা গিয়েছে, সেই অভিযোগকে খুব একটা গুরুত্ব দেয়নি পুলিশ। তারপরেই রবিবার অশোকের বাড়ি ঘিরে প্রতিবাদ শুরু করে তেহরিকের সদস্যরা। হায়দরাবাদের এই ঘটনা নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। গ্রেপ্তার করা হয় অশোককে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানিয়েছেন, অশোকের বিরুদ্ধে যা অভিযোগ দায়ের করা হয়েছে, তার সঠিক তদন্ত করা হয়নি। সেই সঙ্গে বলেছেন, ওই বাড়িতে বসবাসকারী অন্য হিন্দু পরিবারগুলি যথেষ্ট ভীত হয়ে রয়েছে। বাড়ির বাইরেই বিক্ষোভ দেখাচ্ছে তেহরিকের সদস্যরা। তার ফলে ভয় পাচ্ছেন হিন্দুরা। প্রসঙ্গত, গোটা হায়দরাবাদ জুড়েই প্রতিবাদ করেছে তেহরিকের সদস্যরা। অশোক কুমারের বিরুদ্ধে ধর্মনিন্দার অভিযোগ দায়ের করতে হবে, এই দাবি করা হয়।

Advertisement

স্থানীয় হিন্দু নেতা রবি দাওয়ানি সিন্ধ প্রদেশের সরকারের কাছে আবেদন জানিয়েছেন,নিরপেক্ষভাবে গোটা ঘটনার তদন্ত করা হোক। প্রসঙ্গত, গতবছরের এপ্রিল মাসেই তেহরিককে নিষিদ্ধ সংগঠন হিসাবে চিহ্নিত করা হয়েছিল। পাকিস্তানে নিযুক্ত তৎকালীন রাষ্ট্রদূতকে বিতাড়িত করার দাবিতে প্রতিবাদ করেছিল এই সংগঠন। কিন্তু ২০২১ সালের নভেম্বর মাসে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান ফের তেহরিকের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন।

Advertisement

Advertisement