প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেল ইতালি। একদিকে যেমন ইতিহাসে প্রথমবার মহিলা প্রধানমন্ত্রী পেল বেনিটো মুসোলিনির দেশ । তেমনই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় এই প্রথমবার চরম দক্ষিণপন্থী, বলা ভাল মুসোলিনিপন্থী সরকার গঠন হল সে দেশে। শনিবার শপথ নিয়েছেন ইটালির নয়া প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি।
শনিবার প্রেসিডেন্ট সের্গেও মাতরেল্লা নতুন প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনিকে শপথবাক্য পাঠ করান। ইতিমধ্যে নিজের মন্ত্রিসভাও গড়ে ফেলেছেন মেলোনি। মন্ত্রিসভায় রয়েছে ২৪ সদস্য। তাঁরা শপথ গ্রহণ করেছেন। তাঁদের মধ্যে ৫ জন আবার কোনও রাজনৈতিক দলের সদস্য নন। মন্ত্রিসভায় রয়েছেন ৬ মহিলা। রবিবার মন্ত্রিসভার প্রথম বৈঠক ডেকেছেন মেলোনি।
Advertisement
অতি দক্ষিণপন্থী নেত্রী ও বেনিটো মুসোলিনির ভক্ত হিসাবেই পরিচিত জিওর্জিয়া মেলোনি। গত রবিবার ইটালির নির্বাচনের ফলাফল ঘোষণার পরে দেখা যায়, ইটালির সেনেটে ১১৪টি আসনে জয় পেয়েছে মেলোনি ও তাঁর জোট সঙ্গীরা।
Advertisement
Advertisement



