আগুনে ক্ষতিগ্রস্থ প্যারিসের বিখ্যাত নােতর দাম গির্জার পুননির্মাণে এখনও পর্যন্ত অর্থ সাহায্য করলাে না ফ্রান্সের ধনকুবেররা। অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েও কথা রাখলেন না এই ধনপতিরা।
১৫ এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে যায় বিখ্যাত নােতর দাম গির্জার স্থাপত্যটি। নােতর দামে আগুন লাগা ফ্রান্সের ঐতিহাসিক নিদর্শনগুলির মধ্যে অন্যতম ক্ষতি বলে মনে করা হচ্ছে।
Advertisement
আগুন লাগার ঘটনার পর গির্জাটিকে ফের স্বমহিমায় ফিরিয়ে আনতে বিপুল অর্থসাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন ফরাসি শিল্পপতিরা। তবে সেই কথা রাখলেন না তাঁরা।
Advertisement
অগ্নিকাণ্ডের প্রায় দু’মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত এক সেন্ট দিয়ে তাঁরা সাহায্য করেননি।
গির্জার সংস্কারে এগিয়ে এসেছেন সাধারণ মানুষ। বিশেষ করে মার্কিন ও ফরাসি নাগরিকদের একটা বড় অংশ যে যার সামর্থ মতাে অনুদান দিয়েছেন ‘নােতর দাম চ্যারিটেবল ফাউন্ডেশন’-এ।
Advertisement



