• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

রসায়নে যুগান্তকারী সাফল্য, নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ডেভিড বাকেরের এই আবিষ্কার জীববিজ্ঞান এবং চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে বলেই মনে করছেন অনেকে। সেজন্য তাঁকে নোবেল সম্মান দেওয়া হয়েছে। ডেভিড বাকের বর্তমানে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অধ্যাপক।

প্রোটিনের গঠন ও নকশা সংক্রান্ত অসামান্য অবদানের জন্য রসায়নে নোবেল পেলেন তিনজন খ্যাতনামা বিজ্ঞানী। বুধবার নোবেল কমিটি এই ঘোষণা করেছে। এই বিজ্ঞানী হলেন– ডেভিড বাকের, ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পার। কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন করেছেন বিজ্ঞানী ডেভিড বাকের। তিনি প্রোটিনের নতুন ধরনের কাঠামো তৈরি করে জীব বিজ্ঞানে আলোড়ন ফেলে দিয়েছেন। যা দীর্ঘদিন ধরেই অসম্ভব বলে ধরেই নিয়েছিল বিজ্ঞান মহল। ডেভিড বাকেরের এই আবিষ্কার জীববিজ্ঞান এবং চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে বলেই মনে করছেন অনেকে। সেজন্য তাঁকে নোবেল সম্মান দেওয়া হয়েছে। ডেভিড বাকের বর্তমানে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের অধ্যাপক।

অন্যদিকে বিজ্ঞানী ডেমিস হাসাবিস ও জন এম. জাম্পার প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন নিয়ে গবেষণা করেছেন। তাঁরা প্রোটিনের জটিল ত্রিমাত্রিক গঠনের পূর্বানুমান করতে সক্ষম হয়েছেন। সেজন্য তাঁদের যুগ্মভাবে নোবেল দেওয়া হয়েছে। গুগল ডিপমাইন্ডারে সিইও পদে রয়েছেন ডেমিস হাসাবিস ও ওই প্রতিষ্ঠানে সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন জন এম. জাম্পার।

Advertisement

Advertisement

Advertisement