• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাওয়ালপিন্ডিতে প্রথম পাকিস্তান-বাংলাদেশ সেনার আধিকারিক পর্যায়ের ৪ দিনব্যাপী বৈঠক

রাওয়ালপিন্ডিতে  এই প্রথম পাকিস্তান ও বাংলাদেশ সেনার আধিকারিক পর্যায়ের চারদিনব্যাপী বৈঠক শুরু হয়েছে সোমবার।

রাওয়ালপিন্ডিতে  এই প্রথম পাকিস্তান ও বাংলাদেশ সেনার আধিকারিক পর্যায়ের চারদিনব্যাপী বৈঠক শুরু হয়েছে সোমবার। আর্মি টু আর্মি স্টাফ টকস্ নামে পরিচিত এই বৈঠকে অংশ নিচ্ছেন  দুই দেশের সেনাবাহিনীর মেজর জেনারেল পর্যায়ের আধিকারিকরা। 

এই বৈঠকে বাংলাদেশ সেনা বাহিনীর তরফে নেতৃত্ব দিচ্ছেন মেজর জেনারেল মহম্মদ মাসাদুর রহমান। তাঁর সঙ্গে রয়েছেন ২ জন মেজর ও ১ জন লেফ্টেন্যান্ট কর্নেল। বাংলাদেশে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের তরফে সোমবার এক নির্দেশিকায় জানানো হয়েছে, ৪ আধিকারিকের ৪ দিনের সফরের যাতায়াত ছাড়া বাকি খরচ বহন করছে পাকিস্তানের সেনা বাহিনী।
 
উল্লেখযোগ্য বিষয়,  রাওয়ালপিন্ডি থেকে বাংলাদেশ সেনার আধিকারিকেরা ঢাকা ফেরার পরই ৪ দিনের সফরে বাংলাদেশ যাবেন পাকিস্তানের নৌসেনা প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। তিনিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ সেনার তিন বাহিনীর সঙ্গে বৈঠক করবেন।
 
কূটনৈতিক মহলের মতে, বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্কের দ্রুত অবনতি ঘটে। অন্যদিকে নতুন সমীকরণ গড়ে ওঠে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে। ইতিমধ্যেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী এবং পাকিস্তানের বিদেশ সচিব পৃথকভাবে বাংলাদেশ সফরে গিয়েছিলেন। 
শুধু কূটনৈতিক সম্পর্কই নয়, সামরিক সম্পর্কের ক্ষেত্রেও পাকিস্তান-বাংলাদেশ নির্ভরতা বেড়েছে। উভয় দেশের সেনার যৌথ মহড়া ছাড়াও বাংলাদেশ সেনা বাহিনীর লেফ্টেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনার সদর ক্যান্টনমেন্ট সফর করেন। বাংলাদেশের তরফে এমন একজন আধিকারিককে পাক সেনার সদরে সফরে পাঠানোর সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement

Advertisement