• facebook
  • twitter
Sunday, 18 January, 2026

করাচির শপিং মলে আগুন, মৃত ৩

স্থানীয় সময় শনিবার রাত ১০টা নাগাদ শপিং মলটির নীচের তলায় প্রথমে আগুন লাগে

পাকিস্তানের করাচিতে ভয়াবহ আগুন। এক শপিং মলে আগুন লেগে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। শনিবার রাতে এম.এ জিন্নাহ রোডে অবস্থিত ‘গুল প্লাজা’ নামে একটি শপিং মলে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো মলে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও উদ্ধারকারী দল।

সূত্রের খবর, স্থানীয় সময় শনিবার রাত ১০টা নাগাদ শপিং মলের নীচের তলায় প্রথমে আগুন লাগে। সেই সময়ে অধিকাংশ দোকান বন্ধ হয়ে গিয়েছিল। দোকানীরা বাড়ির পথে রওনা দিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মলের ভিতরে বিপুল পরিমাণ পোশাক, আমদানি করা কাপড় এবং প্লাস্টিকের সামগ্রী মজুত ছিল। সেই কারণে দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে বলে মনে করা হচ্ছে।

Advertisement

কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে।  মহম্মদ আহসান নামে এক দোকদান জানাচ্ছেন, ‘৫ নম্বর গেটে আগুন লাগে। আমরা আগুন নেভানোর চেষ্টা করলেও অগ্নি নির্বাপক যন্ত্রটি কাজ করেনি। ফলে শীঘ্রই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে।‘

Advertisement

খবর পেয়েই দ্রুত এলাকায় পৌঁছয় বেশ কয়েকটি দমকলের ইঞ্জিন এবং অ্যাম্বুল্যান্স। দমকলকর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। করাচি সিভিল হাসপাতালের ট্রমা সেন্টার জানিয়েছে, তিনজনের দেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, মৃতরা মূলত ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন। উদ্ধারকারী দল জানিয়েছেন, উপরের তলাগুলিতে কিছু মানুষ আটকে পড়েছিলেন। তাঁদের অনেককেই উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের প্রাথমিক অনুমান, কোনও একটি দোকানের শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে।  উল্লেখ্য, করাচির অধিকাংশ বহুতলেই পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও ভেন্টিলেশন না থাকায় প্রায়শই এই ধরনের দুর্ঘটনা ঘটে। গত শুক্রবারই করাচি বন্দরে আগুন লেগে ২০টি কন্টেইনার পুড়ে ছাই হয়ে গিয়েছিল।

 

Advertisement