মানব মস্তিষ্কে চিপ বসালো এলন মাস্কের সংস্থা

Written by SNS January 30, 2024 11:26 am

স্টেটসম্যান ওয়েব ডেস্ক: এলন মাস্কের হাত ধরে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব আসতে চলেছে। মানব মস্তিষ্কে চিপ বসিয়ে যুগান্তর সৃষ্টি করল মাস্কের প্রতিষ্ঠিত সংস্থা নিউরালিঙ্ক। প্রথম অপারেশনেই সফল হয়েছে মাস্কের সংস্থা। গতকাল সোমবার এই তথ্য ঘোষণা করেছেন এলন মাস্ক।

এর ফলে দুরারোগ্য রোগব্যাধির ক্ষেত্রে চিকিৎসায় অনেকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এব্যাপারে মাস্কের সংস্থাকে অনুমতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা এফডিএ। এই সংস্থা আমেরিকায় চিকিৎসা পরীক্ষার শীর্ষ নিয়ন্ত্রণ সংস্থা বলে পরিচিত। গত রবিবার এক ব্যক্তির মস্তিষ্কে এই চিপ বসানো হয়েছে। ওই ব্যক্তি এখন সুস্থ আছেন বলে জানা গিয়েছে। যদিও ওই ব্যক্তিকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। টেসলা কর্তা এলন মাস্ক দাবি করেছেন, প্রথম অপারেশন সফল হয়েছে।

মাস্ক জানিয়েছেন, এই চিপ প্রতিস্থাপনের ফলে মস্তিষ্কের নিউরোনগুলির সনাক্তকরণ সহজ হয়েছে।