ভূমিকম্পে ৯ মিনিটে ৫ বার কেঁপে উঠল তাইওয়ান, মৃত ১৪

Written by SNS April 23, 2024 6:03 pm

earthquake

তাইপে, ২৩ এপ্রিল– ৯ মিনিটের ব্যবধানে এক দুই নয় মোট পাঁচবার কেঁপে উঠল তাইওয়ান৷ সোমবার ৫টা ৮ (ভারতীয় সময় রাত ১০টা) থেকে বিকাল ৫টা ১৭ মিনিটের মধ্যে ৫ বার কম্পন অনুভূত হয় তাইওয়ানে৷  পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েন শহরে প্রথমবার বিকাল ৫টা ৮ মিনিটে কেঁপে ওঠে৷ এরপর আরও চারবার চলে আফটার শক৷ দু’সপ্তাহ আগেই ভয়াবহ ভূমিকম্প হয়ে তাইওয়ানে৷ কম্পাঙ্ক ছিল ৭.৪৷ ১৪ জন মারা যান৷ প্রায় ৭০০ জন আহত হন৷

সোমবার আবারও আতঙ্কের কম্পন৷ রিখটার স্কেলে এদিনের কম্পনের মাত্রা ছিল ৬.৩৷  গত ৩ এপ্রিল যে ভূমিকম্প হয়েছিল তারও এপিসেন্টার ছিল এই হুয়ালিয়েন শহরই৷ ভয়াবহ সেই ভূমিকম্পের কারণে বড়সড় ক্ষয়ক্ষতি হয়৷ রাতভর চলেছিল আফটার শক৷ ধস নামে, আটকে পডে় বহু রাস্তা৷ পাহাডি় এলাকায় চরম সমস্যায় পড়তে হয় বাসিন্দাদের৷ গোটা শহরটাই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়৷তাইওয়ান এমনিতেই ভূমিকম্পপ্রবণ৷ দু’টি টেকটোনিক প্লেটের একেবারে মুখে এই তাওয়ান৷ সে কারণেই প্রায়শই ভূমিকম্প অনুভূত হয় এখানে৷ ২০১৬ সালের ভূমিকম্পের স্মৃতি এখনও টাটকা সে দেশের মানুষের কাছে৷ ১০০ জন মারা গিয়েছিলেন৷ এর আগে ১৯৯৯ সালে প্রায় ২ হাজার মানুষ মারা যান ভূমিকম্পে৷