সোমবার ভোররাতে আসামে ভূমিকম্প। ভোর ৪টে ১৭ মিনিটে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। এর প্রভাবে আসাম ছাড়াও কেঁপেছে উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ। কম্পনের ভয়ে ঠান্ডা ও কুয়াশার মধ্যেই রাস্তায় বেরিয়ে আসে বহু মানুষ। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।
ন্যাশনাল সেন্টার ফর সিস্মোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল আসামের মরিগাঁও জেলায়, তেজপুর থেকে ৫৯ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। মাটি থেকে ৫০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি। মরিগাঁও-সহ মধ্য আসামের বিস্তীর্ণ এলাকা এবং আশপাশের জেলাগুলিতে এর ফলে কম্পন অনুভূত হয়েছে। যেখানে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সেটি কোপিলি ফল্ট লাইনের উপরে পড়ে বলে দাবি বিশেষজ্ঞদের। অতীতেও এই ফল্ট লাইনের জেরে একাধিক ছোট বড় ভূমিকম্পের ঘটনা ঘটেছে উত্তর-পূর্ব ভারতে।
Advertisement
ভূমিকম্পের সময় ভোরের আলো ফোটেনি। ফলে বেশিরভাগ মানুষই ঘুমোচ্ছিলেন। কম্পনে ঘুম ভেঙে যায় এবং আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন তাঁরা। ঘটনার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কম্পনের জেরে কাঁপছে ঘরের সিলিং ফ্যান। এনসিএস-এর রিপোর্টি অনুযায়ী, সোমবার ভোর ৩টে ৩৩ মিনিটে ত্রিপুরাতেও মৃদু কম্পন হয়েছে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৩.৩।
Advertisement
Advertisement



