ভারতের সঙ্গে বড়সড় বাণিজ্য চুক্তি করতে চলেছে আমেরিকা। এই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিগ বিউটিফুল বিল কর্মসূচিতে এই মন্তব্য করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, সম্প্রতি চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে আমেরিকা। এবার ভারতের সঙ্গে চুক্তিও প্রায় চূড়ান্ত। সেই সঙ্গে ট্রাম্প এটাও স্পষ্ট করে দিয়েছেন, যে কোনও দেশ চাইলেই তার সঙ্গে চুক্তি করবে না আমেরিকা।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সকলেই চুক্তি করতে চান…চিনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছি। আমরা দারুণ সব চুক্তি করছি। এবার হয়তো, ভারতের সঙ্গে হবে। খুব বড় একটা চুক্তি…। আমরা সব দেশের সঙ্গে চুক্তি করব না। আমরা আরও একটি চুক্তি করতে যাচ্ছি যেখানে আমরা ভারতের জন্য দরজা খুলে দেব।’ চিনের সঙ্গে আমেরিকা কী চুক্তিতে সই করেছে, তা স্পষ্ট হয়নি। ভারতের সঙ্গেও ঠিক কী বাণিজ্যিক চুক্তি করবে আমেরিকা, তা-ও জানা যায়নি।
ট্রাম্প বলেন, ‘আমরা কয়েকটি দেশকে চিঠি পাঠিয়ে দিয়েছি। বলেছি, অনেক ধন্যবাদ। তোমায় ২৫, ৩৫ কিংবা ৪৫ শতাংশ শুল্ক দিতে হবে। এটাই বাণিজ্যচুক্তি করার সহজ উপায়। আমার প্রশাসনের আধিকারিকেরা চান, আরও বেশি দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে। তবে আমি তেমনটা চাই না।’ এর আগে মে মাসেই আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানিয়েছিলেন, খুব শীঘ্রই ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক বোঝাপড়া চূড়ান্ত হবে।
গত ১০ জুন দেশের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ‘দুই দেশের অর্থনীতিই লাভবান হয়, এমন দিকটি মাথায় রেখে স্বচ্ছ বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা চলছে।’ উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বসার পরেই বিশ্বব্যাপী শুল্কযুদ্ধের ঘোষণা করেন। সেই তালিকায় বাদ ছিল না ভারতও। মার্কিন পারস্পরিক শুল্ক নীতির জেরে চাপ বাড়ে নয়াদিল্লির। পরে অবশ্য সেই নীতির উপর ৯০ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ জুলাই।
সূত্রের খবর, নতুন বাণিজ্য চুক্তি অনুযায়ী, সব মিলিয়ে চিনা পণ্যের উপর ৫৫ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। এছাড়া মার্কিন পণ্যের উপর ১০ শতাংশ কর বসাবে বেজিং। তবে অন্যান্য কোনও দেশের সঙ্গে এখনও বাণিজ্য চুক্তি করেনি আমেরিকা। এদিকে ট্রাম্প যখন ভারতের সঙ্গে চুক্তির বার্তা দিচ্ছেন, সেই সময় রাজেশ আগরওয়ালের নেতৃত্বে ভারতের এক প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে পরবর্তী আলোচনার জন্য ওয়াশিংটনে পৌঁছেছে।