দীর্ঘদিনের আলোচনার পর অবশেষে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু করতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশের সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই রুটের বিমান চলাচলের সময়সূচি প্রকাশ করেছে। আগামী ২৯ জানুয়ারি থেকে পরীক্ষামূলক ভাবে ঢাকা–করাচি রুটে বিমান চলাচল শুরু হবে।
বিমান সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক ভাবে সপ্তাহে দুদিন, বৃহস্পতিবার ও শনিবার, এই আন্তর্জাতিক উড়ান পরিচালিত হবে। প্রতি সপ্তাহের এই দুই দিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৮টায় এই বিমান ছাড়বে। পাকিস্তানের স্থানীয় সময় অনুযায়ী রাত ১১টায় এই বিমানের করাচিতে পৌঁছনোর কথা। বাংলাদেশের সময় পাকিস্তানের থেকে এক ঘণ্টা এগিয়ে থাকায়, বাংলাদেশি সময় অনুযায়ী ওই বিমান রাত ১২টায় করাচিতে পৌঁছবে। অর্থাৎ ঢাকা থেকে করাচি যেতে মোট সময় লাগবে চার ঘণ্টা।
Advertisement
ফিরতি যাত্রায় সময় তুলনামূলকভাবে কম। করাচি থেকে বিমান রওনা দেবে পাকিস্তানের স্থানীয় সময় রাত ১২টায়, যা বাংলাদেশের সময় অনুযায়ী রাত ১টা। সেই বিমান ঢাকায় পৌঁছোবে ভোর ৪টে ২০ মিনিটে। অর্থাৎ করাচি থেকে ঢাকায় ফিরতে সময় লাগবে ৩ ঘণ্টা ২০ মিনিট।
Advertisement
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, আপাতত এই রুটে পরীক্ষামূলক ভাবে উড়ান চালানোর অনুমতি দিয়েছে ইসলামাবাদ। এই অনুমতির মেয়াদ আগামী ৩০ মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে যাত্রী চাহিদা, পরিষেবার জনপ্রিয়তা এবং বাণিজ্যিক সাফল্য মূল্যায়ন করা হবে। সব দিক সন্তোষজনক হলে ভবিষ্যতে এই রুটে নিয়মিত বিমান চলাচল শুরু হতে পারে। প্রয়োজনে উড়ানের সংখ্যাও বাড়ানো হবে।
উল্লেখ্য, এক সময় ঢাকা ও করাচির মধ্যে নিয়মিত বিমান পরিষেবা কার্যকর ছিল। পরবর্তী সময়ে নানা কারণে তা বন্ধ হয়ে যায়। গত এক বছরের বেশি সময় ধরে দুই দেশের সরকারের মধ্যে এই রুটে বিমান চলাচল পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা চলছিল। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়িত হল। নতুন এই উড়ান পরিষেবার ফলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছে এই বিমান সংস্থা। পাশাপাশি ব্যবসা, পর্যটন এবং যাত্রীদের পারিবারিক যোগাযোগও বাড়বে বলে আশা করা হচ্ছে।
Advertisement



