চিনে মহামারীর তকমা হারাল করোনাভাইরাস, কার্যত যুদ্ধজয়ের ঘোষণা জিনপিং প্রশাসনের

চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং ঘোষণা করেছে সেদেশে সংক্রমণ বন্ধ হয়েছে করোনাভাইরাসের। আর কোনও সংক্রমণ ছড়াচ্ছে না।

Written by SNS Bejing | April 1, 2020 6:02 pm

প্রতিকি ছবি (Photo: IANS)

সংক্রমণ বন্ধ হয়েছে করোনাভাইরাসের। মহামারী থেকে নিষ্কৃতির বার্তা ঘোষণা করল চিন। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং ঘোষণা করেছে সেদেশে সংক্রমণ বন্ধ হয়েছে করোনাভাইরাসের। আর কোনও সংক্রমণ ছড়াচ্ছে না। চিনের এই ঘোষণায় আশার আলো দেখতে শুরু করেছে গোটা বিশ্ব।

অবশেষে করোনা মুক্তি। করোনা মুক্ত হতে চলেছে বিশ্ব। মহামারীর ফাঁস থেকে মুক্তির বার্তা শোনাল চিন। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং ঘোষণা করেছেন, আর করোনাভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে না সেদেশে। অর্থাৎ আপাতত এই ভাইরাসের মারণ কামড় থেকে মুক্তি পেয়েছে দেশ।

শীঘ্রই করোনাভাইরাসের আঁতুড় উহান থেকে লকডাউন উঠিয়ে দেওয়া হবে আগেই জানিয়েছিল চিন। এই ঘোষণায় যেন প্রাণ ফিরে পেল গোটা বিশ্ব। করোনা ফেরার আশঙ্কা দূর হল। চিনে ফের করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে বলে খবর শোনা যাচ্ছিল।

নতুন করে করোনাভাইরাস ফিরে আসছে বলে খবরে উদ্বেগ বেড়েছিল গোটা বিশ্বের। মঙ্গলবার সেই উদ্বেগ উড়িয়ে দিয়ে চরম ঘোষণা করেছে চিন। আপাতত করোনা নিয়ে আর উদ্বেগের কারণ নেই। মহামারী আর ছড়াবে না বলে জানিয়েছে জিনপিং প্রশাসন।

করোনা’র ভরকেন্দ্র এখন আমেরিকা। চিনের গণ্ডি পেরিয়ে করোনা এখন ভর করেছে আমেরিকায়। সংক্রমণ রুখতে আরও ৩০ দিনের লকডাউন ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। একইসঙ্গে এই লকডাউন আরও কড়া হবে বলে জানিয়েছেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় সর্বশক্তি প্রয়োগ করেছে আমেরিকা। আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে সেদেশে।