• facebook
  • twitter
Thursday, 14 August, 2025

স্থগিত হয়ে গেল চিন্ময় প্রভুর জামিন

গত ২৫ নভেম্বর চিন্ময় প্রভুকে দেশদ্রোহিতার অভিযোগে আটক করে বাংলাদেশের পুলিশ। রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ।

গ্রেপ্তারের পর বাংলাদেশের আদালতে প্রভু চিন্ময়কৃষ্ণ দাস। ফাইল চিত্র

জামিন পেয়েও জেলমুক্তি হল না বাংলাদেশের প্রতিবাদী ধর্মগুরু চিন্ময় প্রভুর। প্রথমে জামিন পেলেও তিনঘন্টার মধ্যে জামিন স্থগিত হয়ে গেল। এদিন দীর্ঘ ৫ মাস পর বুধবার দুপুরে ঢাকা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুর করার পরপরই সরকারের পক্ষ থেকে তাঁর জামিনের বিরোধিতা করা হয়। জামিনের আদেশে স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয় অন্য বেঞ্চে। ফলে আপাতত স্থগিত হয়ে গেল চিন্ময়ের জামিন। রবিবার ফের এই মামলার শুনানি রয়েছে। চিন্ময় প্রভুর আইনজীবীরা এই মামলাটি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত চিন্ময়কৃষ্ণের বিরুদ্ধে মামলা হয়েছিল চট্টগ্রামে। তাঁর বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ছিল। গত ২৫ নভেম্বর চিন্ময় প্রভুকে দেশদ্রোহিতার অভিযোগে আটক করে বাংলাদেশের পুলিশ। রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁকে গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ। তারপর পাঁচমাস দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বুধবার হিন্দুদের বাংলাদেশের সংখ্যালঘু সন্ন্যাসী তথা ইসকনের প্রাক্তন নেতা চিন্ময়কৃষ্ণের জামিন মঞ্জুর করে বাংলাদেশের আদালত। এদিন বাংলাদেশের হাই কোর্টে চিন্ময়কৃষ্ণের জামিনের আবেদনের শুনানি শেষে বিচারপতি আতোয়ার রহমান খান এবং আলি রেজার যৌথ বেঞ্চ আবেদনটি মঞ্জুর করে।