চিনা এআই সংস্থা ডিপসিকের ধাক্কায় বড় সড় পতন ঘটল আমেরিকার শেয়ার বাজারে। এআই-এর বাজারে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে ডিপসিকের এআই মডেল। প্রতিদ্বন্দ্বী ওপেন এআই মার্কিন সংস্থা এনভিডিয়াকে অনেক পিছনে ফেলে দিয়েছে এই চিনা অ্যাপ। একদিনে ১৭ শতাংশের বেশি নিচে নেমেছে এই সংস্থার বাজারদর। এর জেরে আমেরিকার টেক শেয়ারের মার্কেট ইনডেক্স-এ ৩ শতাংশের বেশি পতন লক্ষ্য করা গিয়েছে। আর এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা থেকে ট্রাম্প বলেন, চিনা সংস্থার তৈরি এআই মডেল ডিপসিকের আত্মপ্রকাশ মার্কিন সংস্থাগুলির কাছে অশনি সংকেত। এখনই মার্কিন এআই সংস্থাগুলির টনক নড়া উচিত বলে মনে করেন ট্রাম্প। এতদিন এই ক্ষেত্রে তুলনামূলক কম গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
Advertisement
বিশ্লেষকদের বক্তব্য, এ ভাবে চলতে থাকলে শীঘ্রই কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে আমেরিকার একচেটিয়া আধিপত্যে থাবা বসাবে চিন। উল্লেখযোগ্য হল, বর্তমানে চিনকে এনভিডিয়া এআই চিপ রফতানি বন্ধ রেখেছে আমেরিকা। কিন্তু তাতে ডিপসিকের সাফল্যে এতটুকুও ভাটা পড়েনি। পাল্টা আমেরিকাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চিন।
Advertisement
Advertisement



