চিলিতে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকার নেমে এলো গোটা দেশে। মঙ্গলবার বিকেল থেকে এই বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন লাতিন আমেরিকার এই দেশটি। এমনকি সান্তিয়াগোর বিস্তীর্ণ অঞ্চল অন্ধকারে ডুবে রয়েছে। কার্যত বিদ্যুৎ বিপর্যয়ের জেরে নাজেহাল এই রাজধানী শহরের সাধারণ মানুষ। বন্ধ হয়ে গিয়েছে বিমান ও ট্রেন চলাচল। ঘটনার সময় সান্তিয়াগোর মেট্রোতে অনেক যাত্রী আটকে পড়েন। পরে উদ্ধারকারী দল এসে ওই যাত্রীদের উদ্ধার করে। দেশের প্রায় ৮০ লক্ষ মানুষ এই বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। এদিকে বিদ্যুতের অভাবে তামা উৎপাদন কেন্দ্রে কাজ বন্ধ হয়ে গিয়েছে।
ঘটনার কিছুক্ষণ পর সন্ধ্যা নামতেই পরিস্থিতি বুঝে চিলির সরকার দেশে জরুরি অবস্থা ঘোষণা করে। মঙ্গলবার রাত ১০ টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশের একাধিক অঞ্চলে কার্ফু জারি করা হয়। চিলির উত্তরের আরিকা অঞ্চল থেকে দক্ষিণের লস লাগোস পর্যন্ত কার্ফু জারি করে সরকার।
এ বিষয়ে চিলির স্বরাষ্ট্র মন্ত্রী ক্যারোলিনা তোহা জানান, দেশের উত্তর অঞ্চলে সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ত্রুটির জেরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। আর তার জেরেই এই বিদ্যুৎ বিপর্যয় ঘটে। সাম্প্রতিক কালে এটি চিলির সবচেয়ে বড় বিদ্যুৎ বিপর্যয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বুধবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।