• facebook
  • twitter
Monday, 16 June, 2025

পাকিস্তানের বালোচিস্তানে বোমা বিস্ফোরণে মৃত ৪

পাকিস্তানের বালোচিস্তানে বড়সড় বিস্ফোরণ। কিল্লা আবদুল্লা জেলার জব্বর মার্কেটে বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে চার জনের।

পাকিস্তানের বালোচিস্তানে বড়সড় বিস্ফোরণ। কিল্লা আবদুল্লা জেলার জব্বর মার্কেটে বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে চারজনের। জখম হয়েছেন অন্তত ২০ জন। রবিবার রাতে ওই এলাকায় সেনাবাহিনীর ক্যাম্পের সামনে আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে ক্যাম্পে প্রবেশের চেষ্টা করে সশস্ত্র বিদ্রোহীরা। বিস্ফোরণের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বাড়িগুলি। ভেঙে পড়ে বাজারে থাকা বহু দোকান। বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়। বাজার এলাকায় বিস্ফোরণের ফলে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ শোনামাত্রই তাঁরা এদিক-ওদিক পালাতে শুরু করেন।

এই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান। পাক সেনার ফ্রন্টিয়ার কোরের ঘাঁটি লাগোয়া এলাকাতেই বিস্ফোরণ হয়। এদিকে বিস্ফোণের পরপরই অজ্ঞাতপরিচয় হামলাকারীদের সঙ্গে গুলির লড়াই চলে পাক সেনার। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালানো হয়। এই নিয়ে চলতি মাসে পাক সেনার উপর পরপর দুটি বড় হামলা চালাল তেহরিক-ই-তালিবান। দু’দিন আগে খুজদারে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের পাশে সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছিল তারা। প্রাণ যায় চার পাক সেনার। এরপর ফের বালোচিস্তানে পাক সেনাকে নিশানায় নিয়ে চলল বড় হামলা।

বিস্ফোরণের পর প্যারামিলিটারি ফোর্সের একটি ভবনের বাইরের দিকের দেওয়ালের অংশ ভেঙে পড়ে। বালোচিস্তানের ডেপুটি কমিশনার আবদুল্লা রিয়াজ জানিয়েছেন, রবিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। বালোচিস্তানের সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ এই ঘটনার নিন্দা জানিয়েছেন।

দু’দশক ধরে অশান্ত পাকিস্তানের বালোচিস্তান প্রদেশ। বালোচিস্তানকে পাকিস্তানের থেকে মুক্ত করতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে বিদ্রোহী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। তাদের এই লড়াইয়ে সঙ্গী হয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। পাক সরকার এই সংগঠনকে জঙ্গি সংগঠনের তকমা দিয়েছে। গত কয়েক মাসে পাকিস্তানের পুলিশ এবং‌ সেনাবাহিনীর উপর একাধিক হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি।