পরীর দেশে ছুটে চলা এক পরীর রানী

Written by SNS April 24, 2024 4:07 pm

ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে প্রকৃতির এক অপার সৌন্দর্যের আঁধার ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ৷ কানাডিয়ান এবং আন্তর্জাতিক দর্শনার্থীদের আইকনিক অভিজ্ঞতা পেতে বিভিন্ন দেশের পর্যটকদের সঙ্গে যোগ দেয় প্রবাসী বাঙালিরাও৷
১৮৮৯ সালে স্থাপিত ক্যাপিলানো সাসপেনশন ব্রিজ কানাডার ব্রিটিশ কলম্বিয়ার উত্তর ভ্যানকুভারে ক্যাপিলানো নদী পার হওয়ার ঝুলন্ত সেতু৷ সেতুটি ১৪০ মিটার (৪৬০ ফুট) লম্বা এবং ৭০ মিটার (২৩০ ফুট) নদীর উপরে৷ প্রতি বছর ১.২ মিলিয়নেরও বেশি পর্যটক সেতুটি দেখতে ভিড় জমান৷
সেতুটির বৈশিষ্ট্য যারা অতিক্রম করবে তারা রকি এবং পার্সেল পর্বতের দৃশ্য দেখতে পাবে৷ নিচে রয়েছে দুইশ ফুট জলপ্রপাত৷ চার পাশে পার্কে বনের ট্রেইল, একটি ক্যানিয়ন সুইং এবং একটি জিপলাইন রয়েছে৷
বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় টিভি সিরিজ ম্যাকগাইভার, স্লাইডার, দ্য ক্রো: স্টেইরওয়ে টু হেভেন এবং সাইক সহ বেশ কয়েকটি সিরিজের পর্বে সেতুটি সেট হিসেবে ব্যবহার করা হয়েছিল৷
প্রাকৃতিক সৌন্দর্য অবলোকনই নয়, পর্বতমালার হাইকিং এবং ওয়ার্কিং, বন্যপ্রাণী দেখা এবং সেতুটির সৌন্দর্য কর্মব্যস্ততাময় প্রবাসীদের নিয়ে যায় ভিন্ন এক মনের অবগাহনে৷ পর্বতের মাঝে প্রকৃতির অপার সৌন্দর্যে মন ছুঁয়ে যায় মনে হয় পরীর দেশে ছুটে চলা এক পরীর রানী৷
বিশ্বের বিস্ময়ে ভরা প্রকৃতির এই অভূতপূর্ব সৌন্দর্য যেন মনের চোখকেও হার মানায়৷ মাটির পূথিবী নয়, মনে হয় যেন স্বর্গ৷ পর্বতমালার পাহাড় ঘেঁষে নদী, ঝর্ণা ধারা, হূদ, গিরিখাত, ক্যানিয়ন ও বন্যপশুর অভয়ারণ্য পর্যটকদের দিন দিন আকৃষ্ট করেই চলেছে এমন দাবি কর্তৃপক্ষের৷