• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

রুশ হ্যাকারের বিরুদ্ধে কোভিড ভ্যাক্সিনের ফর্মুলা চুরির অভিযোগ ব্রিটেনের

ব্রিটেনের জাতীয় নিরাপত্তা সেন্টারের গোয়েন্দাদের দাবি রাশিয়া সরকারের মদতপুষ্ট হ্যাকাররা কোভিড ভ্যাক্সিন তৈরির সঙ্গে যুক্ত গবেষণা সংস্থাগুলিকে নিশানা করেছেন।

প্রতিকি ছবি (File Photo: iStock)

কোভিড ১৯-এর ভ্যাক্সিন আবিষ্কারের গবেষণা নিয়ে বিজ্ঞানীরা যখন বিনিদ্র রাত কাটাচ্ছেন, তখন এক উটকো ঝঞ্জাট নিয়ে হইচই পড়ে গিয়েছে। ব্রিটেনের জাতীয় নিরাপত্তা সেন্টারের গোয়েন্দারা দাবি করেছেন রাশিয়া সরকারের মদতপুষ্ট হ্যাকাররা কোভিড ভ্যাক্সিন তৈরির সঙ্গে যুক্ত মার্কিন, ব্রিটিশ ও কানাডিয়ান গবেষণা সংস্থাগুলিকে নিশানা করেছে।

সেখান থেকে তথ্য চুরি করতে চাইছে। এর পেছনে ক্রেমলিনের ভূমিকা রয়েছে বলে সরাসরি অভিযোগ করেছে ব্রিটেন। এ ব্যাপারে একটি সুনির্দিষ্ট হ্যাকার গ্রুপের দিকেই আঙুল তুলেছে ব্রিটিশ গোয়েন্দারা। তার নাম কোজি বিয়ার তথা এপিটি ২৯।

Advertisement

এই হ্যাকার গ্রুপই রাশিয়ার গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে বলে দাবি ব্রিটিশ গোয়েন্দাদের। এখন প্রশ্ন হল রাশিয়ান হ্যাকাররা কি তথ্য হাতিয়ে নিতে সক্ষম হয়েছে? জবাবে ব্রিটিশ গোয়েন্দারা জানিয়েছেন, না তা এখনও হয়নি। ভ্যাক্সিন গবেষণা সংক্রান্ত সব কিছুই সুরক্ষিত রয়েছে।

Advertisement

Advertisement