• facebook
  • twitter
Tuesday, 17 September, 2024

রমজানের মধ্যেই লাহোরের প্রাচীন দরগার সামনে বিস্ফোরণ, নিহত ৪

একটি সুফি দরগায় কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটান হয়।

বিস্ফোরণ স্থল

লাহােরের এক প্রাচীন দরগার সামনে আত্মঘাতী বিস্ফোরণে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ১৫ জন বলে লাহাের পুলিশ জানিয়েছে।একটি সুফি দরগায় কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটান হয়।

শহরে অতি প্রাচীন ঐতিহ্যবাহী দাতা দরবারের সঙ্গে পাঞ্জাব পুলিশের কর্মী বােঝাই একটি গাড়িকেও নিশানা করে জঙ্গিরা। জিও নিউজ সূত্রে খবর,লাহােরে দ্বাদশ শতাব্দীর দাতা দরবার দরগার বাইরে মহিলাদের নির্ধারিত প্রবেশ দরজার সামনে বিস্ফোরণটি হয়।পাঞ্জাব প্রদেশের পুলিশের মুখপাত্র নায়ার হায়দার জানিয়েছেন,দক্ষিণ এশিয়ার অন্যতম বড় দরগা দাতা দরবারের খুব কাছে বিস্ফোরণটি হয়েছে।পুলিশ অফিসার সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় পুলিশ আধিকারিক মহম্মদ কাশিফ  বলেছেন , “নিরাপত্তারক্ষীদের গাড়িতে নিশানা করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটনাে হয়েছে বলে মনে করা হচ্ছে।এর আগে ২০১০ সালে এই দরগাকে নিশানা করেছিল জঙ্গিরা।সে বার মৃত্যু হয়েছিল ৪০ জনের মতাে। তারপর থেকেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে ছিল দরগাটি।কিন্তু তারপরও জঙ্গি হামলা থেকে রক্ষা পেল না। ঐতিহ্যবাহী মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্থানটি।