• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মালয়েশিয়ায় পুরস্কার পেলেন কলকাতায় বাংলাদেশের প্রেস-সচিব তারিক চয়ন

মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন।

মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন। আপটিমেজ গ্লোবাল (অস্ট্রেলিয়া/নেপাল) এবং এক্সিটো ইভেন্টস, অস্ট্রেলিয়া এই পুরস্কার দিয়েছে। গত ১৪ অক্টোবর দ্য ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস (আইইএ) মালয়েশিয়া কুয়ালালামপুরের লিংকন ইউনিভার্সিটি কলেজে একটি অনুষ্ঠানের আয়োজন করে। এই আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজক ছিল ওই শিক্ষাপ্রতিষ্ঠান। তারিক চয়নের হয়ে পুরস্কার গ্রহণ করেছেন, বাংলা প্রেসক্লাব মালয়েশিয়া’র সদস্য সচিব আরিফুল ইসলাম।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আপটিমেজ গ্লোবালের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক মিস আনুজা আচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিংকন ইউনিভার্সিটি কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো (অ্যাম্বাসেডর) ড. মোহদ ইউসফ এ. বাকর। এবছর মোট ১১টি দেশের বিশিষ্ট যুব আইকন, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদের মধ্যে ২২ জনকে পুরস্কৃত করা হয়েছে। শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, সমাজসেবা ও উদ্ভাবন খাতে তাঁদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।

Advertisement

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন – মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাটনিস গ্রিফিথস, বাংলাদেশের তারিক চয়ন, ফিলিপিন্সের ড. আর্থার আমোরা ক্রুজাদা, ভারতের আরোহী শ্রীবাস্তব, নেপালের রজত কে. শ্রেষ্ঠা, যুক্তরাষ্ট্রের জেমস লামন্ট ডান, যুক্তরাজ্য/আলজেরিয়ার ফেলিসিয়া কেহলি, নেপালের ড. রামজি রাম, ড. শুভম কুমার আগরওয়াল, জনক খাকুরেল,  সাজান কাসপাল, কামাল খানাল এবং চন্দ্র নারায়ণ মণ্ডল।

Advertisement

Advertisement