৯২ জন যাত্রী নিয়ে দুর্ঘটনায় সেনা বিমান

ফিলিপিন্সে দুর্ঘটনার কবলে পড়লাে সেনা বিমান। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানে মােট ৯২ জন যাত্রী ছিলেন। 

Written by SNS New Delhi | July 5, 2021 10:02 am

ফিলিপিন্সে দুর্ঘটনাগ্রস্ত সেনা বিমান। (Photo: Twitter | @mahtab_haque03)

ফিলিপিন্সে দুর্ঘটনার কবলে পড়লাে সেনা বিমান । জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানে মােট ৯২ জন যাত্রী ছিলেন। 

ফিলিপিন্সের সেনাপ্রধান জানিয়েছেন, রবিবার দক্ষিণ ফিলিপিন্সে এই দুর্ঘটনা ঘটেছে। পাইলট ও ক্রুমেম্বারসহ ৯২ জন যাত্রী নিয়ে উড়েছিল বিমানটি। 

ফিলিপিন্সের সেনাপ্রধান সিরিলিতে সাবেজানা সংবাদসংস্থাকে জানিয়েছেন, সুলু প্রদেশের জোলাে নামে একটিদ্বীপে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে সি-১৩০ বিমানটি। 

প্রথম দিকে বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ থেকে প্রায় ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়। পরে আরও ২৫ জনকে উদ্ধার করে বাহিনী। 

সােবেজানা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে উদ্ধারকারী দল। যত বেশি সংখ্যক সম্ভব মানুষকে উদ্ধার করার কাজ চলছে।