• facebook
  • twitter
Friday, 12 December, 2025

ল্যুভরের পর এবার চুরি ব্রিটেনের জাদুঘরে, চুরি গিয়েছে ৬০০টি দুর্মূল্য সামগ্রী

ফ্রান্সের বিখ্যাত ল্যুভর জাদুঘরে ডাকাতির পর এবার প্রকাশ্যে এল ব্রিটেনের ব্রিস্টলের ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড কমনওয়েল্‌থ জাদুঘর থেকে চুরির ঘটনা

ফ্রান্সের বিখ্যাত ল্যুভর জাদুঘরে ডাকাতির পর এবার প্রকাশ্যে এল ব্রিটেনের ব্রিস্টলের ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড কমনওয়েল্‌থ জাদুঘর থেকে চুরির ঘটনা। জানা গিয়েছে এই জাদুঘর থেকে চুরি গিয়েছে ৬০০টি দুর্লভ সামগ্রী। ওই দুর্মূল্য সামগ্রীগুলির মধ্যে ছিল কিছু ভারতীয় অ্যান্টিকও। এই বিষয়ে তদন্ত করছে অ্যাভন এবং সমারসেট পুলিশও।

পুলিশ সূত্রে খবর,  ব্রিস্টলের ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড কমনওয়েল্‌থ জাদুঘরে চুরির ঘটনাটি ঘটেছে  তিন মাস আগে। দুষ্কৃতীরা জাদুঘর থেকে মূল্যবান সামগ্রী চুরি করার পরিকল্পনা করেছিলেন গভীর রাতে।  প্রাথমিক তদন্তে প্রকাশ পেয়েছে, ২৫ সেপ্টেম্বর রাত ১টা থেকে ২টোর মধ্যে ওই জাদুঘর থেকে চুরি হয়েছে মূল্যবান সামগ্রীগুলি। যদিও এই চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে সম্প্রতি। এরপরেই ব্যাপারটি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ বিবৃতি জারি করে জানিয়েছে ওই সময়কার  সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। সিসিটিভি  ফুটেজে চার জন সন্দেহভাজনকে দেখতে পাওয়া গিয়েছে। গোয়েন্দা এবং পুলিশের তরফ থেকে ওই চার সন্দেহভাজনকে চিহ্নিত করার জন্য আবেদন করা হয়েছে জনসাধারণের  কাছেও।

Advertisement

এক সংবাদসংস্থার প্রতিবেদনে বলা হয়েছে যে, চুরি হওয়া দুর্মূল্য সামগ্রীগুলির মধ্যে রয়েছে হাতির দাঁতের তৈরি বুদ্ধমূর্তি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসারের বেল্টের বকল্‌স।  অ্যাভন ও সমারসেট পুলিশের এক আধিকারিক ড্যান বুরগন বলেছেন, ‘কী ভাবে দুর্লভ  সামগ্রীগুলি চুরি  হল, জাদুঘর কর্তৃপক্ষের কোথায় গাফিলতি ছিল, নিরাপত্তায় কোথায় গলদ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।’ প্রশ্ন উঠছে যে, চুরির ঘটনা ঘটেছে তিন মাস আগে কিন্তু এত দিন পর তা  কেন প্রকাশ্যে আনা হল?

Advertisement

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর প্যারিসের বিশ্ববিখ্যাত ল্যুভর জাদুঘরের অ্যাপোলো গ্যালারি থেকে বহুমূল্য আটটি গয়না চুরি করে পালিয়ে যায় এক দুষ্কৃতীদল। ডিস্ক কাটার দিয়ে গ্যালারির জানালা কেটে দুষ্কৃতীরা ভিতরে প্রবেশ করেন। জানা গিয়েছে,  রানি মারি অ্যামেলি এবং রানি হোর্তঁসের টিয়ারা,  নীলার নেকলেস এবং কানের দুল চুরি হয়েছিল। এছাড়াও চুরি হয়েছে নেপোলিয়নের ব্রোচ ও নেকলেস। দুষ্কৃতীদলের গোটা অপারেশনটা  সম্পূর্ণ  করতে মাত্র ৭ মিনিট সময় লেগেছিল। ঘটনাটি ঘটার এক সপ্তাহ পর, দু’জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ।  তাঁরা দুজনেই স্যেঁন-স্যঁত-দেনির বাসিন্দা। এরপর প্যারিস থেকে ল্যুভর জাদুঘরে চুরির সঙ্গে জড়িত আরও পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement