• facebook
  • twitter
Monday, 16 June, 2025

পাকিস্তানে নিহত শীর্ষ লস্কর কমান্ডার

লস্কর–ই–তৈবার অন্যতম শীর্ষ নেতা রাজাউল্লাহ নিজামনি ওরফে আবু সইফুল্লা ওরফে সইফুল্লা খালিদকে গুলি করে হত্যা করে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

লস্কর–ই–তৈবার অন্যতম শীর্ষ নেতা রাজাউল্লাহ নিজামনি ওরফে আবু সইফুল্লা ওরফে সইফুল্লা খালিদকে গুলি করে হত্যা করে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি। রবিবার পাকিস্তানের সিন্ধ প্রদেশের মাটলি ফালকারা চকের কাছে ঘটনাটি ঘটে। এই জঙ্গি নেতাকে পাক সরকারের তরফে নিরাপত্তা দেওয়া হত।

ভারতে একাধিক জঙ্গি নাশকতার মূলচক্রী হিসেবে সইফুল্লার নাম উঠে এসেছিল। ২০০১ সালে উত্তরপ্রদেশের রামপুরে আধাসেনা বাহিনীর ছাউনিতে হামলা, ২০০৫ সালে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে হামলা এবং ২০০৬ সালে নাগপুরে আরএসএস-এর সদর দপ্তরে হামলায় অন্যতম মূলচক্রী হিসেবে তার নাম উঠে এসেছিল। সে দীর্ঘদিন বিনোদ কুমার পরিচয়ে নেপালে বাস করেছে। এছাড়াও মহম্মদ সেলিম, খালিদ, বনিয়াল, ওয়াজ়িদ, সেলিম ভাই নামেও পরিচিত ছিলেন তিনি।

গোয়েন্দাদের দাবি, নেপালে বসেই লস্কর–ই–তৈবার জঙ্গি কার্যকলাপ পরিচালনা করত সইফুল্লা। কয়েকদিন ধরে সে পাকিস্তানের সিন্ধ প্রদেশের বাদিন জেলার মাতলিতে থাকছিলেন। লস্করের অন্যতম শাখা সংগঠন জামাত-উদ-দাওয়ার হয়েও জঙ্গি কার্যকলাপ পরিচালনা করত এই জঙ্গি নেতা। মূলত জঙ্গি সংগঠনের হয়ে অর্থ সংগ্রহ ও নতুন জঙ্গি নিয়োগের দায়িত্ব ছিল সইফুল্লার উপর।