• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইরান থেকে কাবুল যাওয়ার পথে বাস দুর্ঘটনা, পুড়ে মৃত্যু ৭১ জন যাত্রীর

হেরাত অঞ্চলের মুখপাত্র মহম্মদ ইউসুফ জাইদি জানিয়েছেন যে, বাসের সব যাত্রীরা ছিলেন পরিযায়ী। যাত্রীরা ইরানের সীমান্ত পার করে কাবুলের দিকে যাচ্ছিলেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আফগানিস্তানের হেরাত প্রদেশে ঘটল ভয়াবহ বাস দুর্ঘটনা। ইরান থেকে কাবুলগামী একটি যাত্রীবোঝাই বাস মঙ্গলবার স্থানীয় একটি জ্বালানি ভর্তি ট্রাক এবং মোটরবাইকের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পর মুহূর্তে বাসে আগুন ধরে যায়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭১ জন যাত্রীর মৃত্যু হয়েছে, মৃতদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে। আশ্চর্যজনকভাবে মাত্র ৩ জন যাত্রী জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন।

স্থানীয় পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। চালকের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার দৃশ্যধারণ করা ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। হেরাত প্রশাসনের মুখপাত্র মহম্মদ ইউসুফ জাইদি জানিয়েছেন, নিহত যাত্রীরা সকলেই ছিলেন পরিযায়ী শ্রমিক। তাঁরা ইরান সীমান্ত পার হয়ে কাবুলের পথে ফিরছিলেন, কিন্তু পথেই অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান।

Advertisement

এই দুর্ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ঘোষণা করেছেন, দেশটিতে অবস্থানরত প্রায় ৮ লক্ষ আফগান পরিযায়ীকে সেপ্টেম্বরের মধ্যে দেশে ফেরত পাঠানো হবে। বিশ্লেষকদের মতে, তার জেরেই বিপুল সংখ্যক আফগান বাসে করে সীমান্ত পেরিয়ে নিজের দেশে ফিরছিলেন।

Advertisement

Advertisement