• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সৌদিতে জ্বলন্ত বাসে ঘুমের মধ্যেই ঝলসে মৃত্যু ৪৫ ভারতীয়র, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

বেশিরভাগ যাত্রী ঘুমের মধ্যে ছিলেন বলে আগুন লাগার সময় বাসের বাইরে বেরিয়ে আসতে পারেননি

ভয়াবহ বাস দুর্ঘটনা সৌদি আরবে। যাত্রীবাহী বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষে মৃত্যু হল অন্তত ৪৫ জন ভারতীয়র। বাসে থাকা সকলেই উমরাহ করতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও বহু তীর্থযাত্রী।  জানা গিয়েছে, রবিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে সৌদি আরবের মুফরিহাটে। বেশিরভাগ যাত্রী ঘুমের মধ্যে ছিলেন বলে আগুন লাগার সময় বাসের বাইরে বেরিয়ে আসতে পারেননি ৷ বাসেই অগ্নিদগ্ধ্ হয়ে মৃত্যর হয় তাঁদের। বাসে থাকা ভারতীয়দের মধ্যে অধিকাংশই হায়দরাবাদের বাসিন্দা বলে জানিয়েছেন হায়দরাবাদের পুলিশ কমিশনার৷

দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী-সহ অনেকে ৷ এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, ‘মদিনায় ভারতীয় নাগরিকদের মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ৷ স্বজনহারা পরিবারগুলির প্রতি আমরা সমবেদনা ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷’

Advertisement

সৌদির বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত্রি প্রায় দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মুফরিহাটের কাছে যাত্রীবাহী বাসটিকে ধাক্কা মারে একটি  ডিজেল ট্যাঙ্কার। সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রীই বাসে ঘুমোচ্ছিলেন। বাসের মধ্যে পুড়ে মৃত্যু হয় বেশিভাগ যাত্রীর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। রাতভর চেষ্টার পর বাসের আগুন নিভিয়ে উদ্ধার করা হয় ঝলসে যাওয়া মৃতদেহগুলি।

Advertisement

উদ্ধারকারীরা জানিয়েছেন, ওই বাসটি পুরো পুড়ে গিয়েছে। মৃতদের শনাক্ত করা সম্ভব হয়নি। শুধু ৪৬ জনের নাম পাওয়া গিয়েছে। তবে মৃতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি বলে স্থানীয় সূত্রে খবর। সৌদির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃতদের মধ্যে ১১ জন মহিলার পাশাপাশি ১০টি শিশুও  রয়েছে ৷ তবে এ বিষয়টি এখনও প্রশাসনের তরফে সরকারিভাবে জানানো হয়নি ৷ মৃতদের পরিচয় জানার কাজ শুরু হয়েছে ৷ বাস দুর্ঘটনার খবর পেয়ে তৎপর হতে দেখা যায় তেলেঙ্গানা প্রশাসনকে ৷

বর্তমানে রাশিয়া সফরে থাকা বিদেশমন্ত্রী এস জশঙ্কর তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘দুর্ঘটনার কবলে পড়া ভারতীয়দের রিয়াধের দূতাবাসের তরফে সব রকমের সাহায্য করা হচ্ছে ৷ ঘটনায় ক্ষতিগ্রস্থ প্রতিটি ভারতীয় পরিবারের পাশে আমরা আছি ৷ যাঁরা স্বজন হারালেন তাঁদের প্রতি আমার গভীর সমাবেদনা রইল ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷’

দুর্ঘটনার খবর পেয়ে দুঃখ প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। তিনি রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপিকে গোটা ঘটনা তদারকি করার নির্দেশ দিয়েছেন। সৌদি আরবের ভারতীয় দূতাবাসও বিষয়টি দেখছে । খোঁজখবর নেওয়ার জন্য দূতাবাসের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। মুখ্যসচিব রামকৃষ্ণ রাও দিল্লিতে কর্মরত তেলেঙ্গানার রেডিন্সিয়াল কমিশনার গৌরব উপলকে নির্দেশ দিয়েছেন দুর্ঘটনার মৃতদের মধ্যে কতজন হায়দরাবাদের বাসিন্দা তা জানতে ৷

এই মর্মান্তিক দুর্ঘটনায় ৪৫ জনের মৃত্যু হলেও বেঁচে গিয়েছেন হায়দরাবাদের বাসিন্দা ২৪ বছরের মহম্মদ আবদুল শোয়েব। বাসের যাত্রীর মধ্যে তিনি একমাত্র জীবিত ভারতীয়। দুর্ঘটনার সময় বাসের সামনে চালকের ঠিক পাশের আসনে বসেছিলেন হায়দরাবাদের ওই যুবক। মনে করা হচ্ছে, দুর্ঘটনার পর দুই গাড়ির প্রবল ধাক্কায় কোনওভাবে বাসের বাইরে ছিটকে পড়েছিলেন তিনি। যার জেরেই ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়ে যান তিনি। মৃত্যুর হাত থেকে বাঁচলেও গুরুতর আহত হয়েছেন তিনি। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, আবদুলের বেঁচে একপ্রকার ম্যাজিক ।

পাশাপাশি ভাগ্যের জোরে প্রাণে রক্ষা পেয়েছেন আরও ৮ ভারতীয়। জানা গিয়েছে, মহম্মদ আবদুল শোয়েবের সঙ্গেই অভিশপ্ত বসে যাত্রা করার কথা ছিল আরও আট ভারতীয়র। তাঁরাও ভারত থেকে সৌদি আরব গিয়েছিলেন হজযাত্রায়। মক্কা পর্যন্ত এক সঙ্গে যাত্রা করলেও হঠাৎ করেই মদিনা যাওয়ার জন্য বিকল্প বেছে নেন ওই আট জন। ফলে দুর্ঘটনায় বেঁচে গিয়েছেন সেই আট জনই। হায়দরাবাদের পুলিশ কমিশনার ভিসি সাজ্জানার জানান, ওই আট জনের মধ্যে চার জন আলাদা গাড়ি ঠিক করে রবিবার মদিনা যান। বাকি চার জনও একই পরিকল্পনা করেন। তবে তাঁরা রবিবার যাত্রা করেননি। মক্কায় থেকে যান।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘মক্কা থেকে মদিনা যাওয়ার সময় উমরাহযাত্রীদের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রিয়াধে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন আবু ম্যাথেন জর্জের সঙ্গে কথা হয়েছে আমার। তিনি জানিয়েছেন, তথ্য সংগ্রহের কাজ চলছে।’ কেন্দ্রের কাছে তিনি আর্জি জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের দেহ ভারতে ফিরিয়ে আনার জন্য এবং আহতরা যাতে উপযুক্ত চিকিৎসা পান তা নিশ্চিত করা হোক।

Advertisement