• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাশিয়ার মিসাইল হানায় ইউক্রেনে নিহত ৩১, জখম ৮৪

ইউক্রেনে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। রবিবার ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার হামলায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

ফাইল ফটো

ইউক্রেনে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। রবিবার ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার হামলায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন ৮৪ জন। এদের মধ্যে ১০ জন শিশু। ক্ষেপণাস্ত্র হানায় ২ শিশুরও মৃত্যু হয়েছে বলে খবর। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘর বাড়ি, দোকান। ধ্বংসলীলার সেই ভিডিও শেয়ার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বিশ্বের মানুষের কাছে এর বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

সুমি শহরের মধ্যভাগকে লক্ষ্য করে এই ব্যালিস্টিক হামলা চালায় রাশিয়া। স্থানীয় সময় ১টা ৪০মিনিট নাগাদ শহরের ব্যস্ত, জনবহুল এলাকায় হামলা চালানো হয়। জেলেস্কির শেয়ার করা ভিডিওয় দেখা গিয়েছে, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। কোথাও বা যন্ত্রণাকাতর জখম মানুষ পড়ে রয়েছেন। তাঁদের উদ্ধার করছেন উদ্ধারকারীরা। আগুনে ভস্মীভূত হয়েছে গাড়ি। রাস্তা , দোকান,ঘর-বাড়ি সব ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কাচের টুকরো, কংক্রিটের টুকরো, গাছের ডালপালা।

Advertisement

সমাজমমাধ্যমের পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট নিহতদের পরিবারের প্রতি শোকবার্তা জানান। তিনি লেখেন, ‘পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা জানাই।’ এরপর জেলেনস্কি আহ্বান জানান, ‘বিশ্বকে এই হামলার ঘটনার কঠোর প্রতিক্রিয়া জানাতে হবে। আমেরিকা, ইউরোপ এবং যারা যারা এই যুদ্ধের অবসান চায়, তাদের উচিত এক হয়ে এই ঘটনার প্রতিবাদ জানানো। রাশিয়া এই সন্ত্রাস জিইয়ে রাখতে চায়। যুদ্ধের অবসান চায় না। যদি রাশিয়ার উপর চাপ সৃষ্টি না করা হয়, তবে শান্তি ফেরানো সম্ভব নয়।’

Advertisement

জেলেনস্কি ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘শুধুমাত্র জঘন্যতম মানসিকতার মানুষেরা এরকম কাজ করতে পারে। এভাবে সাধারণ মানুষের জীবন কেড়ে নিতে পারে। উদ্ধার অভিযান চলছে। ঘটনাস্থলে সমস্ত প্রয়োজনীয় উদ্ধারকারী দল কাজ করছে।’

জেলেনস্কির দাবি, ‘রাশিয়ার প্রতি এমন মনোভাব দেখানো প্রয়োজন, যা এক জন জঙ্গির প্রাপ্য। যাঁরা ইউক্রেনের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।

তিন বছর ধরে চলছে রাশিয়া – ইউক্রেন যুদ্ধ। গত মাসের মাঝামাঝি ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার সঙ্গে কথা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতিতে সায় দিয়েছে উভয় দেশ। কিন্তু লড়াই থামার নাম নেই। এরইমধ্যে ইউক্রেনে আবার হামলা চালাল রাশিয়া।

Advertisement