আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা। এবার রক্তাক্ত হল উৎসবের মঞ্চ। সোমবার সকালে লস অ্যাঞ্জেলসের একটি গুদামঘর কমপ্লেক্সে (ওয়ারহাউস) চলছিল সামার ফেস্টিভ্যাল উপলক্ষে সঙ্গীত অনুষ্ঠান। সেই সময় অজ্ঞাতপরিচয় এক বন্দুকধারীর গুলিতে প্রাণ হারালেন দু’জন। আহত হয়েছেন ৬ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার রাত থেকেই অনুষ্ঠানস্থলে ভিড় ছিল উপচে পড়া। খবর পেয়ে রাত ১১টা নাগাদ পুলিশ সেখানে পৌঁছয় ও অনুষ্ঠান বন্ধ করে দেয়। পরিস্থিতি তখনও নিয়ন্ত্রণে ছিল।
ভোর রাত ১টা নাগাদ আচমকাই সেখানে গুলির শব্দ শোনা যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখে, গুলিবিদ্ধ হয়ে একজন পুরুষের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহত। আহতদের হাসপাতালে নিয়ে গেলে সেখানেই আরও এক মহিলার মৃত্যু হয়। হামলাকারী কে বা কারা, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের অনুমান, মানসিকভাবে বিপর্যস্ত কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে সন্ত্রাসবাদের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। তদন্ত চলছে।
Advertisement
এর আগেও আমেরিকার বিভিন্ন প্রান্তে এমন হামলার ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, বন্দুক হাতে মানসিকভাবে অস্থির কেউ জনসমাগমে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়েছেন। অনেক সময়েই হামলাকারী পরে আত্মহত্যা করেছেন। সম্প্রতি জুলাই মাসেই কেনটাকির লেক্সিংটনের একটি চার্চে এমনই এক ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছিল। ফের এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আমেরিকার সাধারণ মানুষের মধ্যে।
Advertisement
Advertisement



